আবারো কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী খুন
SAPB | JOHANNESBURG | RSA জোহানেসবার্গঃ- আবারো কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী খুন দক্ষিণ আফ্রিকা খাউটেং প্রভিন্সের জোহানেসবার্গ সংলগ্ন জার্মিসষ্টন নামক ছোট একটি শহরে দক্ষিণ আফ্রিকাস্থ কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে আব্দুর রহমান নামের এক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আজ ১৯ ফ্রেবুয়ারী ২০১৯ ইং তারিখ (মঙ্গলবার) রাত আনুমানিক ৯ টার দিকে দক্ষিণ আফ্রিকার জার্মিষ্টেন নামে একটি শহরের দোকানে তাকে গুলি করা হয়।তার দোকানের পার্টনার ও স্থানীয়রা সহ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং রাত ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দোকান বন্ধের আগে একদল অস্ত্রধারী সন্ত্রাসী দোকানের ভিতরে প্রবেশ করে।এসময় তারা আব্দুর রহমান কে গুলি করে হত্যার পর দোকানে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। আব্দুর রহমান দোকানের পিচনে রান্না নিয়ে ব্যস্ত থাকাকালীন এই দূর্ঘটনা ঘটে।দোকানের ভিতরে দুইজন বাংলাদেশী ব্যবসায়ী ছিলেন।তারা ছিলেন এক অপরের ব্যবসায়ীক পার্টনার। সন্ত্রাসীরা দোকানের ভিতরে প্রবেশ করে প্রথমে কাউন্টারে থাকা বাংলাদেশ...