Posts

Showing posts from January, 2019

প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে

Image
SAPB  |  JOHANNESBURG  |  RSA প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে প্রেম একবার এসেছিল নীরবে।স্নিগ্ধ শরতের শিশিরে ভিজে।আর তার উপর তোমার ঐ প্রেমময় চাহনি।যেন পদ্মপাতায় জমে থাকা শিশির যা সকালের রোদে চারদিকে এক অপূর্ব প্রতিফলন সৃষ্টি করে। ঠিক তেমনই তোমার ঐ চাহনি আমার মনে এক অপূর্ব ভালোবাসার রঙের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়েছিল।যার শুরু আছে কিন্তু শেষ নেই।আর অসাধারণ তোমার ঐ কন্ঠস্বর।সহস্র কণ্ঠের মাঝে তা একক আর অনন্য হয়ে ধরা পড়ে কানে।জানিয়ে দেয় তোমার উপস্থিতি।আর তোমার ভুবনভোলানো হাসি।আমি আজও তার কোন তুলনা খুঁজে পাই নি।সত্যিই আশ্চর্য তুমি। হাঁটাপথে যখন কলেজে যেতাম,এদিক ওদিক না তাকিয়েও বুঝতাম তুমি আছ।ফেরার পথেও তাই।মাঝে মাঝে তোমার অদ্ভুত পাগলামি গুলোও আমার চোখ এড়াতে পারত না।আমিও কম ছিলাম না।ইচ্ছে করেই বিপদে ফেলতাম তোমাকে।আর অদূরে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসতাম।তুমি ঠিকই বুঝতে আসল ব্যাপারটা কি।আর সবটা বুঝেই হয়তো বেশি মজা পেতে। সারাদিনের শত ব্যস্ততার মাঝে ঘটে যাওয়া এই সূক্ষ্ম ঘটনাগুলো এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত আমার মাঝে।যা আমাকে রাতে ঘুমছাড়া করে রাখত।আর তারই প্রভাব পড়তে লাগল দিনের সকল কাজে। ততদিনে তুমি

প্রবাসে থাকলেও মনটা আমার দেশের মাটিতেই

Image
SAPB  | JOHANNESBURG  |  RSA জোহানসবার্গঃ  প্রবাসে থাকলেও মনটা আমার দেশের মাটিতেই প্রবাসে থাকলেও- দেশ থেকে একটা মানুষ প্রবাসে গিয়ে কি খুব ভালো থাকে? না, দেশ থেকে সবকিছু ছেড়ে যেমন তার মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনদের রেখে যখন প্রবাসে একা একটা মানুষ যায়- তখন তার মনটা কিন্তু পড়ে থাকে দেশের মাটিতেই।মনে পড়ে তার মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানের কথা। স্বজনদের চেহারা বার বারই মনে পড়ে।কাজ করতে ইচ্ছে হয় না।মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে দেশে চলে আসতে। কিন্তু না, সময় এবং পরিস্থিতি তা করতে দেয় না, কেননা বিদেশ থেকে দেশে এসে পড়ি, তবে আপন মানুষগুলো অর্থকষ্টে ভুগবে, তিনবেলার খাবার একবেলা খেতে হবে, কোনো কোনো সময় আবার না খেয়েই থাকতে হবে। এটা চোখের সামনে ঘটলে সহ্য করতে পারবে না।তাই শত যন্ত্রণার পরও দেশের মানুষটি প্রবাসে থাকে তার কষ্ট হলেও যাতে তার প্রিয় মানুষগুলো একটু ভালো থাকে, একটু স্বস্তিতে থাকে, একটু সুন্দর থাকে, সে যেন পরবর্তীতে দেশে ফিরে সে মানুষগুলোর হাসিমুখ দেখতে পারে। আহা, তার কাছে তখনই পরম শান্তি বলে মনে হয়।মনে হয় এই মুহূর্তটার জন্যই তো দেশের বাইরে থাকা,খানিক কষ্ট ক

সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা

Image
SAPB  |  JOHANNESBURG  |  RSA জোহানসবার্গ :  সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা ! বাংলাদেশী যুবককে - সৌদি আরবে আনোয়ার হোসেন (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশী যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।গত ২৭ জানুয়ারি ২০১৯ ইং তারিখ (বুধবার) আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে - মরুভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সৌদি পুলিশ। নিহত আনোয়ার হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের মৃত ফটিক বেপারির ছেলে। পেশায় তিনি চালক ছিলেন। তিনি দুই সন্তানের জনক। নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার জানান, মঙ্গলবার রাতে সৌদি আরবের আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন আনোয়ার।বুধবার দুপুরে সৌদি পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৬ ফেব্রুয়ারি দেশে আসার কথাছিল আনোয়ারের।গত মঙ্গলবার রাতে স্ত্রীর মোবাইলে শেষ কথা হয়।এর পর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় নিহতের বাড়িতে শ

প্রবাসীদেরকে বিয়ে না করতে উপদেশ দিলেন পুলিশ কর্মকর্তা

Image
SAPB  | JOHANNESBURG  |  RSA জোহানসবার্গ ঃ-  প্রবাসীদেরকে বিয়ে না করতে উপদেশ দিচ্ছেন এই পুলিশ কর্মকর্তা? ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ এক স্কুলের অনুষ্ঠানে মেয়েদের উদ্দেশ্য করে বলেছেন, প্রবাসী ছেলেদের বিয়ে করবে না। ফেইসবুকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে। ভিডিওতে দেখা যায় ওসি এম এম মুর্শেদ বলছেন, তারা (প্রবাসীরা) তোমাদের কাজের মেয়ে হিসেবে ট্রিট করে বিয়ে করে চলে যাবে, আবার আসবে তিন বছর পরে। এরকম কোনও শ্বশুর-শাশুড়ি বিদেশি ছেলেদের সঙ্গে বিয়ে দিতে চাইলে ৯৯৯ নম্বরে কল করবা, পুলিশ আর আগের পুলিশ নাই। গেল মঙ্গলবার (২২ জানুয়ারি) ছাগলনাইয়ার হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে ওসি মুর্শেদ প্রবাসীদের স্বামী হিসেবে গ্রহণ না করার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান।এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা তাদের ফেসবুকে ওসিকে কটূক্তিকারী হিসাবে চিহ্নিত করেন।পাশাপাশি তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জ

দক্ষিণ আফ্রিকায় এবার শুরু হয়েছে পুলিশ অভিযান

Image
SAPB  |  JOHANNESBURG  |  RSA দক্ষিণ আফ্রিকায় এবার শুরু হয়েছে পুলিশ অভিযান জোহানসবার্গ :- দক্ষিণ আফ্রিকায় গত চারদিনে ছয়জন খুন,তারউপর চলছে ধর পাকরের অভিযান।সাউথের রিজিক দিন দিনে কমে আসতেছে প্রবাসী বাংলাদেশীদের উপর, কথায় আছে যায় দিন ভাল যায়।আসে দিনগুলো বাঙালিদের কপালে কি আছে একমাত্র আল্লাহ জানেন ভালো।এক একবার এক একটি নিত্য নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের।জাতীয় নির্বাচন কে গিরে শুধু এই অভিযানেই শেষ ঠিক তাই নয়, সামনে আরো কত কি নিত্য নতুন অভিযান শুরু হয় আল্লাহ জানেন ভালো। আবার আসতেছে জাতিয় নির্বাচন।কি জানি ভাই কি হয়? সাউথ থেকে সরকার আমাদের কে পাঠাতে হবে না,আমরা নিজেরাই নিজ দায়িত্ব্যে এই দেশ থেকে বিদায় নিতে হবে।?। বাংলায় একটি প্রবাদ আছে না, বউ জামাইকে বলে আপনি আমাকে এ ভাবে পিটান কেন? পছন্দ না হলে তালাক দিয়ে বিদায় করে দিন? জামাই উওরে বলে, পিটানোর সাইজে বুঝিস না তোকে রাখুম না, না রাখুম? আমার মনে হয় আমাদের ঐ জামাই বউয়ের কাহিনির অবস্থার পরিণতি হইছে।  দক্ষিণ আফ্রিকায় অবস্থিত সকল প্রবাসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে এবার আসল কথায় আসি, আগে যারা ২ নাম্বার সিগেরেটের অবৈধ ব্

দক্ষিণ আফ্রিকায় বাস করেন বিশ্বের অনেক দেশের অভিবাসী

Image
SAPB | JOHANNESBURG | RSA দক্ষিণ আফ্রিকায় বাস করেন বিশ্বের অনেক দেশের অভিবাসী। দেশটির সরকারি তথ্যমতে অভিবাসীর সংখ্যা ৫০ লাখের বেশি। যারা নানা সময়ে ভাগ্যের অন্বেষনে সেখানে এসেছেন। কিন্তু অভিবাসীদের জন্য দক্ষিণ আফ্রিকায় জীবন খুব একটা সহজ নয়।হামলার ভয় নিয়ে সেখানে বাস করেন অনেকে।আর দেশটির মূদ্রা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।সেটিও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার মুখে কেমন আছেন দক্ষিন আফ্রিকার অভিবাসীরা? জোহানেসবার্গের উত্তরে ঘনবসতিপূর্ন এলাকা ডিপস্লুওট। সেখানে ফুংগাই এর নিজের দোকান আছে। দোকানে বসে ফুংগাই বলছিলেন “আমি ২০০১ সালে জিম্বাবুয়ে থেকে এসেছি।একটা সুন্দর সম্ভাবনাময় জীবনের খোঁজে এসেছিলাম আমি”। নিজের দোকান ঘুরে দেখাচ্ছিলেন ফুংগাই। “এখানে মুলত শুকনো খাবার অর্থাৎ যেসব খাবার নষ্ট হয়না সেগুলো বিক্রি করি।যেমন ধরুন,মাখন,ময়দা,চিনি এরকম সব পণ্য”। দক্ষিণ আফ্রিকার পাশের দেশ জিম্বাবুয়ে। কিন্তু সেই সুদূর পাকিস্তান থেকে ডিপস্লুঅট গিয়ে আবাস গড়েছেন জামান।তার রয়েছে একটি বন্ধকের দোকান।সেই সাথে আছে একটি আসবাবের দোকান। “দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করা বেশ সহজ।এখানে টাকা কামাই করা বেশ সহ

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালি কবির হাটের ইব্রাহীম নিহত

Image
SAPB | JOHANNESBURG | RSA দক্ষিণ আফ্রিকায় নর্থ-ওয়েষ্ট প্রভিন্সে  নোয়াখালি কবির হাটের ইব্রাহীম নিহত                        একটি শোক সংবাদ জোহানসবার্গ :-  দক্ষিণ আফ্রিকায়  চারদিনে এই পর্যন্ত ছয়জন প্রবাসী বাংলাদেশী খুন।আবারো দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশী খুন। দক্ষিণ আফ্রিকা নর্থ-ওয়েষ্ট প্রভিন্স ওটাসডাল নামক লোকেশনে গত ২৫ জানুয়ারি ২০১৯ ইং তারিখ (শুক্রবার) গভীর রাতে মোহাম্মদ ইব্রাহীম নামে আরো একজন প্রবাসী বাংলাদেশী পিস্তলের গুলিতে খুন হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মোহাম্মদ ইব্রাহীমের খুনের খবর টি আমাদের হাতে এসে পৌঁছাতে প্রায় পুরো তিন সময় লেগেছে। সূত্রে যানা যায়, গত ২৫ জানুয়ারি ২০১৯ ইং তারিখ শুক্রবার গভীর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী (ডাকাত) দল, ইব্রাহীমের দোকানে ডাকাতি করে যাওয়ার সময় মোহাম্মদ ইব্রাহীম কে অতর্কিতভাবে গুলি করে হত্যা করে।গুলিবর্ষণ এর সাথে সাথেই ইব্রাহীম সেখানেই নিশ্বাস ত্যাগ করেন।তারপর মৃত্যু নিশ্চিত করার পর ডাকাত দল সেখানকার স্থান ত্যাগ করেন। নিহত মোহাম্মদ ইব্রাহীমের দেশের বাড়ি নোয়াখালি জেলার কবির হাট। উল্লেখ্য- দক্ষিণ আফ্রিকায়

দক্ষিণ আফ্রিকায় মাদারীপুরের সিরাজুল ইসলাম নিহত

Image
SAPB | JOHANNESBURG | RSA জোহানসবার্গ ঃ-  দক্ষিণ আফ্রিকায় মাদারীপুরের সিরাজুল ইসলাম নিহত দক্ষিণ আফ্রিকায় লাশের পর লাশ। এর কোন কি প্রতিকার নেই? আর কত জিন্দালাশ দেখতে হবে আমাদের কে? দক্ষিণ আফ্রিকার খাউটেং প্রভিন্স এরিয়ার টেম্বিসা লোকেশনে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম মোল্লা নামের এক বাংলাদেশী ব্যবসায়ী  গত ২৭ জানুয়ারি ২০১৯ ইং তারিখ রোজ (রবিবার)  ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)  নিহত সিরাজুল ইসলাম মাদারীপুর জেলার শিবচর থানার সন্ন্যাসীর চর গ্রামের  হাজী নুর উদ্দিনের ছেলে। সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীর পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ নিহতের পরিবার সদস্যের প্রতি ধারণক্ষমতা দান করুন।নিহত পরিবারের সদস্যদের আর্তনাদ ও রুহের দোয়া কবুল করুন।আমিন। সিরাজুল ইসলাম মোল্লার জানাজার নামাজ গতকাল ২৯ জানুয়ারী ২০১৯ ইং তারিখ মঙ্গলবার সকাল এগারোটার (১১টা) সময় লেনেসিয়ার সাবেরিয়া চিসতিয়াতে সম্পন্ন হয়েছে এবং লাশ দেশে পেরন করা হয়েছে। --এ শহর কি জানে? নির্ঘুম মানুষে

সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের আর্তনাদ

Image
SAPB | JOHANNESBURG | RSA সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের আর্তনাদ জোহানসবার্গ ঃ-  দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশী ভাইদের দৃষ্টি আকর্ষন করে বলছি।আসুন আমরা সকলেই একসাথে দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের নিরাপদ ও সুন্দর বাসস্থান সহ আমাদের সকলেরই সতর্কতা ও কিভাবে আগামীর দিন গুলো সকল কে নিয়ে  ভালোভাবে টেনশন ছাড়া থাকতে পারি,এগুলো নিয়ে এক একজন এক একটি যায়গা থেকে লিখালিখি ও সকল প্রকার সমস্যার কথা সারা বিশ্বের সামনে তুলে ধরি।বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় ইদানীং অধিক প্রবাসী বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে এই বিষয়গুলোর তীব্র প্রতিবাদের ঝড়ে অংশগ্রহণ করি।এইভাবে একটা জাতি কে শেষ করে দেয়া হচ্ছে, মেরে পেলার পর বিচার বিহীনতা আর কত কাল? সকলেই মিলে এর একটি ভালো ও সুনির্দিষ্ঠ প্রতিকার আইনের পথ তৈরী করি।যেখানে শুধু থাকবে আমরা প্রবাসীদের সকল প্রকার সমস্যার সমাধান। ফেচবুকে পুরো দিন নয়,মাত্র ১ থেকে ২ ঘন্টা সময় নিয়ে প্রবাসীদের কথা ভাবুন।প্রবাসীরা দেশের সূর্য সন্তান।আর বিশ্বে থাকা সকল প্রবাসীদের তুলনায় দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স এখন বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় থেকে প্রথম স্থানে এসে যো

ফেনী সদরের সাইফ আল মামুন বাঁচতে চায়

Image
SAPB | JOHANNESBURG | RSA ক্যন্সারে আক্রান্ত সাইফকে বাচাতে, সাহায্যের প্রার্থনা স্বপ্ন ছিল পরিবার পরিজন নিয়ে নিজ ব্যবসা পরিচালনা করে স্বাছন্দে জীবন পার করার।স্ত্রী ও তিন সন্তান নিয়ে সংসার ভালোই চলছিল ফেনী সদরের সাইফ আল মামুনের। কিন্তু হঠাৎ বাঁধ সাধে মরণব্যাধি কোলন ক্যান্সার।বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনলাইনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে লেখালেখি করা সাইফ আল মামুন।  তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ লিখেছেন,  “শীতের কুয়াশার মত নৈঃশব্দের চাদরে ঢেকে রাখবো  হতাশার পান্ডুলিপি! ভালো থেকো পৃথিবী….”  তিন বছর ধরে ক্যন্সারের সাথে লড়াই করে আজ তিনি সর্বশান্ত।ফেনী শহরে বুটিক্সের ব্যবসা করতেন কিন্তু অসুস্থ হওয়ার পরে সেই দোকান বিক্রি করে দিয়ে ও নিজের জমানো টাকা দিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। কিন্তু অবস্থার কোন উন্নতি হয় নি বরং দিনে দিনে অবনতি ঘটছে।চিকিৎসকরা জানিয়েছেন, মামুনের সুস্থ হতে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে সেবা নেয়া প্রয়োজন।তাতে আরো প্রায় ২০ লক্ষাধিক টাকা প্রয়োজন।এই বিশাল অংকের টাকা মামুনের পক্ষে ব্যয় করা অসম্ভব। তাই বাধ্য হয়ে মামুন মাননীয় প্রধানমন্ত

দক্ষিণ আফ্রিকা পিটার্সম্যারিজবার্গ ফেনীর শাহপরান নিহত

Image
SAPB  |  JOHANNESBURG  |  RSA ২৭ জানুয়ারি ২০১৯ ইং তারিখ (রবিবার) দক্ষিণ আফ্রিকা পিটার্সম্যারিজবার্গে ফেনীর শাহপরান নিহত                             একটি শোক সংবাদ দক্ষিণ আফ্রিকা জুলু নাটাল প্রভিন্সের পিটার্সম্যারিজবার্গ শহরের ইমবালি নামক যায়গায় আজ ২৭ জানুয়ারি ২০১৯ ইং তারিখ রোজ (রবিবার) বিকেল ৪:৩০ মিনিটের সময় একটি দুর্ঘটনা ঘটে। সাউথ আফ্রিকা প্রবাসী শাহপরান ভুঁঞা'র (৩৮) সুপারমার্কেট দোকান এর ভিতরে একজন স্থানীয় কৃষ্ণাঙ্গের সাথে দোকানের পন্যের দাম বেশি সূত্রধরে প্রবাসী বাংলাদেশী শাহ্পরানের সাথে সন্ত্রাসীর বেশকিছুক্ষন কথা কাটাকাটির এক পর্যায়ক্রমে হাতাহাতি।তারপর প্রবাসী বাংলাদেশীকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়, যা দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীরা কিছুতেই মেনে নিতে পারছেনা।সর্বস্তরের জনগন এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার কৃষাঙ্গ সন্ত্রাসীরা ফেনী (সদর) মহিপাল মধ্যম চাড়িপুর ভূঁঞা বাড়ির কৃতি সন্তান মোহাম্মদ শাহ্পরান কে তার দোকানে এসে কাউন্টার দিয়ে তার শার্টের কলার চেপে ধরে চুরি দিয়ে আঘাত করে।আর তাৎক্ষনিক সে ঘুরপাক খেয়ে ঢোলে পড়ে এবং সাথে সাথেই সেখানে নিশ্বাস

‘আমি স্বজল,ধর্ষণকারী হিসেবে এটা আমার প্রাপ্য

Image
SAPB | JOHANNESBURG | RSA মাদ্রাসা ছাত্রী ধর্ষণের কারণে এই পরিণতি মাদ্রাসা ছাত্রী-পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।এ সময় লাশের গলায় ঝুলন্ত একটি চিরকুট পাওয়া যায়।তাতে লেখা ছিল ‘আমি স্বজল,ধর্ষণকারী হিসেবে এটা আমার প্রাপ্য।’ গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকার বলতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, বলতলা গ্রামের একটি মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে। এ সময় লাশের গলায় একটি চিরকুট ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তাতে লেখা ছিল ‘আমি স্বজল, ধর্ষণকারী হিসেবে এটা আমার প্রাপ্য।’ লাশের ময়নাতদন্তের জন্য ঝালকাঠী মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি অসুস্থ মাকে দেখতে নানা বাড়ি যাচ্ছিল অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। পথিমধ্যে স্বজল ও তার সহযোগী রাকিব মেয়েটির মুখ চেপে ধরে পানের বরজে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সম

ফিরে দেখা প্রবাস জীবন-রাতের দক্ষিণ আফ্রিকা!

Image
SAPB | JOHANNESBURG | RSA ফিরে দেখা প্রবাস জীবন- রাতের দক্ষিণ আফ্রিকা! প্রবাসে পাড়ি জমাব,কখনো স্বপ্নেও ভাবিনি।জীবিকার তাগিদে গৃহ পরিজন ছেড়ে অগত্যা পরবাসের খাতায় নাম লিখাতে হলো।প্রথম দিকে ব্যাপারটা বনবাসের মতোই লাগত।একজন প্রবাসী প্রতিদিনই নিত্যনতুন ঘটনার সম্মুখীন হয়,অভিজ্ঞতার ভান্ডারও বৃদ্ধি পেতে থাকে সেই সঙ্গে।এভাবেই কেটে গেছে বেশ কয়েকটি বছর। প্রবাস জীবন শিখিয়েছে কীভাবে কিভাবে আশপাশে ঘটে যাওয়া অনেক কিছুকেই এড়িয়ে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হয়। নিরাশার অতল গহ্বরে হারিয়ে যাওয়া ছেলেটা হাতে হাত চেপে, চোখের নোনাজলকে উপেক্ষা করে বলতে শিখেছে, ‘আমি ভালো আছি মা, তোমরা ভালো আছো তো? ’ ভালো রান্নার খাবারও পছন্দ না করা সেই ছেলেই তামিল ইডলি, বডে এমনকি অনেক অখাদ্যকে অমৃত সুধা মনে করে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। সকালে ঘুম থেকে উঠাতে যাকে বাড়িশুদ্ধ লোককে ডাকাডাকি করতে হতো, প্রবাসী হবার কারণেই তাকে সূর্যিমামার আগেই জেগে উঠতে হয়। জ্বর-ঠান্ডাকে পেছনে ফেলে রোদ-বৃষ্টি পেছনে ফেলে এগিয়ে যায় স্বউদ্যমে একসময় বন্ধুদের নিয়ে অস্থির জীবনযাপনে অভ্যস্ত ছেলেকে অন্য এক অস্থিরতায় পেয়ে বসে,আর তা হলো বিদেশে আ

দেশের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসীরা

Image
SAPB | JOHANNESBURG | RSA দেশের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ইয়ং স্টার প্রবাসীকল্যাণ সংঘ’। অনলাইনভিত্তিক এ সংগঠনটি গত এক সপ্তাহ ধরে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দুবাই-প্রবাসী মো. মনোয়ার হোসেইনের পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন তারা। এরপর ধারাবাহিকভাবে সপ্তাহ ধরে শিবালয় উপজেলার কয়েড়া গ্রাম,সিংগাইর উপজেলার হাতনি গ্রাম,বাস্তাজামিউল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং সবশেষে হরিরামপুর উপজেলার গোপিনাথপুর উজানপাড়া গ্রামে কম্বল বিতরণ করা হয়।এই পাঁচটি এলাকায় প্রায় দুই শতাধিক পরিবার এ শীতবস্ত্র পেয়েছেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ং স্টার প্রবাসীকল্যাণ সংঘের সদস্য ও ইউনিয়ন পরিষদ প্রতিনিধিরা। সংগঠনটির সভাপতি মরিশাস-প্রবাসী মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি একটি সেবামূলক কাজ।শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাসে থেকেই সংগঠনের সব সদস্য এ মহতী কাজে

দক্ষিণ আফ্রিকা মুরাগজন লোকেশনে ৩০০ দোকান ভাংচুর

Image
SAPB | JOHANNESBURG | RSA দক্ষিণ আফ্রিকা পুমালাঙ্গার মুরাগজন লোকেশনে অন্তত ৩০০ দোকান ভাংচুর ও লুটপাট এবং রাস্তায় টায়ার জালিয়ে অগ্নিসংযোগ করেছে সেখানকার স্থানীয়  কৃষ্ণাঙ্গরা। দক্ষিণ আফ্রিকা পুমালাঙ্গা শহরের মুরাগজন লোকেশনে বসবাসকারী ও ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশী -নোয়াখালি সোনাইমুড়ি থানা ৭ নং ইউনিয়ন- বজরা  গ্রাম মাছিমপুর মোতালেব মেম্বার বাড়ির- কৃতি সন্তান,শেখ নাছির ভাইয়ের দোকানের কিছু ছবি সহ আরো অন্যান্য বেশকিছু ছবি ও রিপোর্ট উনার প্রচেষ্টা ও সার্বক্ষনিক সহযোগীতার মাধ্যমে আমরা সেখানকার সকল তথ্য ও খবরা খবর সংগ্রহ করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় ছবিতে শেখ নাছির এবং তার দোকানের ছবি, আর বাকি ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন দক্ষিণ আফ্রিকার মানুষরূপী হায়নারা কি অবস্থা করেছে তার ব্যবসা প্রতিষ্ঠানের।তিনি এই ভাংচুরের শিকার হয়ে ২টি দোকান হারিয়ে এখন নিস্ব হয়ে পড়েছেন। এমতাবস্থায় সেখানে শেখ নাছির সহ আরো অন্যান্য প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে ক্ষতিগ্রস্তের শিকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সেখানকার আরেক প্রবাসী ভাইয়ের দোকানে। প্রবাসীরা দেশ থেকে টাকা ধারকর্জ কিংবা ব্যংক লোন করে এই প্র

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর মহিন নিহত

Image
SAPB | JOHANNESBURG | RSA সাউথ আফ্রিকা কিছুতেই থামছেনা বাংলাদেশী হত্যা। দক্ষিণ আফ্রিকার কোথাও না কোথাও প্রতিদিনই ঘটছে কোন না কোন মৃত্যুর ঘটনা।এতে করে হয়তো কারো ভাই, কিংবা কারো স্বামী, নয়তো কনো না কনো মায়ের কোল খালি হচ্ছেই।হয়তোবা বাড়ছে তাদের সংসারে থাকা সকল ঝুটঝামেলা।প্রবাসে থাকা ব্যক্তির আয়ের টাকা চিরতরে বন্ধ হয়ে চলছেনা আর সংসারের চাকা। দক্ষিণ আফ্রিকায় কৃষাঙ্গ কার্তিক যতগুলো খুন হয়, দেখা যায় সব চেয়ে বেশি আমাদের বাংলাদেশীরাই সেই খুনের শিকার হয়।তার কারণ আজও অজানা। এদিকে ২৩ জানুয়ারি বুধবার রাতে দক্ষিণ  আফ্রিকার নর্থ ওয়েষ্ট প্রভিন্সের  রার্ষ্ট্রেনবার্গ শহরে  ফেনী দাগনভূঁয়া পূর্ব চন্দ্রপুরের মহিন উদ্দিন নামের একজন  প্রবাসী বাংলাদেশি ভাইকে কিছু কৃষাঙ্গ সন্ত্রাসী তার নিজ দোকানে ডুকে তাকে গুলি করে হত্যা করে ফ্রিজের ভিতরেই রেখে যায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। আমরা দক্ষিণ আফ্রিকায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীরা মরহুমের বিদেহী  আত্মার মাগফিরাত কামনা করছি ও  শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিস্তারিত পুরো রিপোর্ট ঃ-  দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর মহিন নিহত দক্ষিণ

প্রবাসীরা দেশের সূ্র্য সন্তান | প্রবাস জীবন ও কষ্টের প্রতিচ্ছবি |

Image
SAPB | JOHANNESBURG | RSA প্রবাস জীবন ও কষ্টের প্রতিচ্ছবিঃ  চলচ্চিত্র কিংবা নাটক শুধু দর্শকদের বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়।কখনও কখনও সেই চলচ্চিত্র কিংবা নাটকে উঠে আসে কারও না কারও জীবনের গল্প।এবারের ঈদুল ফিতরে চ্যানেল আইয়ের পর্দায় মেজবাহ উদ্দিন সুমনের রচনায় প্রবাসীদের জীবনের গল্প নিয়ে সাজ্জাদ সুমন নির্মাণ করেছেন নাটক ‘কলুর বলদ’।প্রচারের পর নাটকটি সর্বমহলে প্রশংসিত হয়।কী ছিল সেই নাটকে? বিস্তারিত লিখেছেন আখন্দ জাহিদ। সারা দিনের পরিশ্রম ও কর্মব্যস্ততা শেষে মানুষ যখন নিজ গৃহে ফিরে আপনজনের মুখগুলো দেখতে পান, তখন সারা দিনের শ্রম, ব্যস্ততা ভুলে গিয়ে ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে।কিন্তু দেশ ছেড়ে যারা বিদেশে পড়ে থাকেন তাদের বেলায় দিন, মাস, বছর, এমনকি যুগ পেরিয়ে গেলেও আপনজন বা পরিবারের সদস্যদের দেখা পাওয়া হয়ে ওঠে স্বপ্নের মতো।নিজের স্বপ্নকে কবর দিয়ে আপনজন বা পরিবারের সদস্যদের স্বপ্ন পূরণের নিমিত্তে নিজের জীবন উৎসর্গ করেই নিরলস কাজ করে থাকেন প্রবাসীরা। যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দিয়ে যখন দেশে ফিরে প্রিয়-জনদের সঙ্গে নিয়ে স্থায়ীভাবে বাকি সময় কাটানোর স্বপ্ন দেখেন, তখন সে স্বপ্ন পূরণের মানুষটিই হয়ে ওঠ

দক্ষিণ আফ্রিকায় স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু

Image
SAPB | JOHANNESBURG | RSA একটি শোক সংবাদ দক্ষিণ আফ্রিকা খাউটেং প্রভিন্স জোহানসবার্গের তেম্বাশি ছোয়াজিম নামক লোকেশনে গত ২২ জানুয়ারি ২০১৯ ইং তারিখ রোজ (মঙ্গলবার)গভীর রাত্রে আনুমানিক ১২ গঠিকার সময় মোহান্মেদ জাহাঙ্গির নামের একজন প্রবাসী বাংলাদেশি নিজ বাসায় স্ট্রোক করে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন!  মোহাম্মেদ জাহাঙ্গিরের দেশের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ মরহুমকে জান্নতবাসী করুন।আমিন। একটা প্রবাসীর কাঁধের ওপর ভর করে কয়েকটা জীবন।স্বপ্ন সাজায় ভালো থাকার।প্রবাসী ছেলেটা হাজারো কষ্টের বিনিময়ে পরিবারের জন্য মাস শেষে টাকা পাঠায়, বসের কাছে প্রতিদিন কত কথা শুনতে হয় তা শুধু যারা প্রবাসে থাকেন তারাই জানেন। সারা দিন কাজ করে বাসায় ফিরে কাপড় পরিষ্কার করতে হয়, রান্না করতে হয়, গোসল করে বাড়িতে ফোন দিয়ে সবার খোঁজখবর নিতে হয়- তাও হাসিমুখে। কিন্তু বাড়ি থেকে শুনতে হয় শুধু চাহিদার কথা।এই মাসে এত লাগবে, এই খরচ ওই খরচ শুধু খরচ আর খরচ।আর সেই চাহিদার বোঝা সহ নানান দেনার কথা মাথায় নিয়ে যখন ছেলেটা

দক্ষিণ আফ্রিকায় আবারো প্রবাসীদের দোকান ভাংচুর ও লুটপাট

Image
SAPB | JOHANNESBURG | RSA দক্ষিণ আফ্রিকায় আবারো ভাংচুর ও লুটপাট দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা শহরের মুরাগজন লোকেশনে গতকাল থেকে স্থানীয় কৃষাঙ্গরা আবারও তাদের ভিবিন্ন দাবি দাওয়া নিয়ে বাংলাদেশী সহ ভিবিন্ন দেশের ব্যবসায়ী ভাইদের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে চলেছে। এরই মধ্যে আমাদের বাংলাদেশীদের ৫টি দোকান ও একজন পাকিস্তানি নাগরিক সহ আরো অন্যান্য আফ্রিকাস্থ প্রবাসীদের দোকান ভাংচুর করে লুটে নিয়েছে সেখানকার স্থানিয় কৃষাঙ্গরা। তবে এখনও পর্যন্ত কনো হতাহতের খবর পাওয়া যায় নি।আমরা আবারো পুনরায় আরেকটি রিপোর্ট নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ রইলো। গতকাল সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন মাইকিং করে অন্যান্য ব্যবসায়ীদের দোকানপাট না খোলার জন্য অনুরোধ করলেন। আর তাই বর্তমানে সেখানকার অসংখ্য ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দোকানের ভিতরেই অবস্থান করেছেন।এমতাবস্থায় সেখানকার পুলিশ নিরাপত্তা দিলেও এক সাথে এতগুলো দোকান ও মানুষের জীবন যেনো এক গৃহযুদ্ধের সমান। আজ সকালে একজন বাংলাদেশী ব্যবসায়ী শেখ নাসির ভাইয়ের সাথে আমরা ফোনে কথা বলে জানতে পেরেছি, তারা দোকান বন্ধ করে ভেতরেই অবস্থান করছেন।বন্ধ করে রাখা প্রিতিটি দোক