সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর ইকবাল নিহত


SAPB | JOHANNESBURG | RSA


সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর ইকবাল নিহত


জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর হাতে আবারো খুন হল সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা।


বোসাবেলো থেকে পাঠানো তথ্য সূত্র পাওয়া রিপোর্টে জানা যায় :আজ ১২/০২/২০১৯ ইং তারিখ আনুমানিক রাত ৮:১৫ মিনিটের সময় দক্ষিণ আফ্রিকা ফ্রি ইষ্ট্র প্রভিন্স বোসাবেলো নামক ছোট একটি শহরে মোঃ ইকবাল নামের একজন প্রবাসী বাংলাদেশী- দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।নিহত ইকবাল ২০০৭ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছেন।



নিতহ ইকবালের মৃতদেহ


মো: ইকবাল  ঐ এলাকায় (অঞ্চলের) সবার পরিচিত মুখ। প্রতিদিনকার মত আজ যখন দোকান বন্ধ করতে যায়, ঠিক তখন কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী বাগলারের দরজায় গান পয়েন্ট করেন।ইকবাল তাড়া অবস্থায় বাগলারের দরজা বন্ধ করে লক করতে গেলেই  সন্ত্রাসীরা তাকে গুলি করে।তাৎক্ষনিক ইকবাল মাটিতে লুটে ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।


নিহত ইকবালের মৃতদেহ


তারপর সন্ত্রাসীরা দোকানের ভিতরে থাকা মূল্যবান মাল সামানা এয়ারটাইম-সিগারেট ও টাকা পয়সা নিয়ে যায়।ইকবাল কে কি কারণে গুলি করে হত্যা করা হয়েছে তার কনো তথ্য এখনো জানা যায়নি।


ইকবালের দোকানে আরেকজন বাঙ্গালি কথা বলতে এসেছিলেন।ইকবালের ব্যবসায়ীক পার্টনার ঐ ভাইকে বিদায় দিতে দোকানের বাগলারের গেইট খুলে দোকানের বাহিরে গেলে বাহিরে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা ইকবালের পার্টনার কে গান ধরে।এসময় ইকবাল দোকানের ভিতরেই অবস্থানরত ছিলেন।


এই সেই সন্ত্রাসী


পরক্ষনে ইকবালের পার্টনার দৌড়ে দোকানের ভিতরে প্রবেশ করতে গেলে ইকবাল তার পার্টনার কে ভিতরে যাওয়ার সুযোগ করে দিয়ে গেইট বন্ধ করতে গেলেই সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।ইকবালের পার্টনার দোকানের পিচনে লুকিয়ে থাকায় প্রাণে বেঁচে গেলেও ইকবাল আর জীবিত নেই।এইভাবে একটি একটি করে এতো সুন্দর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশীরা।


সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে নিহতের পরিবারে থাকা বাবা-মা-ভাই-বোন-স্ত্রী-সন্তান সকল সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।


আমরা শোকাহত আমরা মর্মাহত।আমরা আমাদের ভাষা হারিয়ে ফেলেছি।আমরা নিহতের পরিবারবে থাকা মানুষগুলোকে কি দিয়ে দিবো সান্তনা?


মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।আমিন।।


নিহত মোঃ ইকবালের দেশের বাড়ি ফেনী দাগনভূঞা।ফেনী-দাগনভূঞা বাজারের পাশেই নিহত ইকবালের বাড়ি।



Comments

Popular posts from this blog

প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে

হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি

প্রবাসীরা দেশের সূ্র্য সন্তান | প্রবাস জীবন ও কষ্টের প্রতিচ্ছবি |