একি সাথে হাইজ্যাক হওয়া দুইটি গাড়ি পুনরুদ্ধার
সন্ত্রাসীদের কাছে থাকা পিস্তল ও বুলেট |
SAPB | JOHANNESBURG | RSA
একি সাথে হাইজ্যাক হওয়া দুইটি গাড়ি পুনরুদ্ধার
দক্ষিণ আফ্রিকা-জোহানেসবার্গঃ
"দক্ষিণ আফ্রিকার ফ্লাইং স্কোয়াড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করেন এবং দুইটি হাইজ্যাক করা গাড়ি এক ঘন্টার মধ্যে পুনরুদ্ধার করেন" টিওরো ক্রাইম"!
পার্কটাউন: দক্ষিণ আফ্রিকার খাউটেং পুলিশের ব্রাঞ্চ ব্যবস্থাপনায় থাকা সকলেই সোয়েটো ফ্লাইং স্কোয়াড সদস্য তাদের সতর্কতার জন্য প্রশংসা করেছে, তাঁরা দুইটি হাইজ্যাক হওয়া গাড়ি এক ঘন্টার মধ্যে উদ্ধার করেছে,সাথে আরো ছিলো গোলাবারুদ সহ একটি লাইসেন্সহীন আগ্নেয়াস্ত্র এবং ৩১ বছরের একজন (আসামী) ব্যক্তি যাকে পুলিশ দ্রুত গ্রেপ্তার করেন।
গতকাল ১৩ ফেব্রুয়ারী ২০১৯ ইং তারিখ সকাল ৮ -৯ টার সময় এর মধ্যে সোয়াটো ফ্লাইং স্কোয়াড এর দুইজন সদস্য গোল্ডেন হাইওয়ের চৌকিতে ডিউটি অবস্থারত ছিলেন।
এসময় গোল্ডেন হাইওয়েতে আসন্ন ট্র্যাফিকের মুখোমুখি একটি সন্দেহভাজন সাদা মার্সেডিজ বেনজকে দেখে সেই গাড়িটি থামাতে বলা হয়।কিন্তু সন্দেহভাজন সাদা গাড়িটি থামায় নি।তাঁরা সেখান থেকে পালিয়ে যাওয়ার অপচেষ্টা চালান।
ফ্লাইং স্কোয়াড সদস্যরা সেই গাড়িকে অনুসরণ করে,আর ঠিক সেসময়টিতে সাদা মার্সেডিজ গাড়িটি দ্রুত গতিতে গাড়ির রেইছ নিয়ে চলতে থাকে।এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকা জোহানসবার্গ লেনাসিয়ার দক্ষিণের সিভিক সেন্টারের কাছে বিপর্যস্ত হয়ে যায় গাড়িটি।
আর ঠিক তখন গাড়ি চলতি অবস্থায় যে ব্যক্তিটি পুলিশদের উপরে গুলি বর্ষণ করেছিলো ঠিক সেই ব্যক্তিকে সশস্ত্র (ডাকাত) কে ফ্লাইং স্কোয়াড পুলিশ গ্রেপ্তার করেন এবং দ্বিতীয় ব্যক্তি (ডাকাত)সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশ গাড়ির ভেতরে গিয়ে দেখতে পায়,একজন ব্যক্তি যিনি জানালেন যে তিনি পূর্বেই একই ডাকাতের দ্বারা জোহানসবার্গ রিজওয়ে আবাসিক এরিয়ার স্থানটিতে হাইজ্যাক হয়েছিলেন।পরে জোহানসবার্গ এর এলডোরাডো পার্কে লোকটির গাড়ী উদ্ধার করা হয়েছিলো।
পুনরুদ্ধার করা গাড়ি |
আরও তদন্তে, পুলিশ মনডিওর থানায় খোলা মামলা অনুযায়ী হোয়াইট মার্সেডিজ বেঞ্জকেও হাইজ্যাক করা হয়েছিল বলে প্রমাণ করতে সক্ষম হয়েছিল।আর তখন সেই মামলায় কোন হতাহতের রিপোর্ট করা হয়নি বলে জানা যায়।
চুরি করা মোটর গাড়ির দখলদারি,লাইসেন্সহীন বন্দুকধারীর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র এবং হাইজ্যাকিং সহ সকল মামলা আরও গভীর তদন্তের জন্য লেনাসিয়ার দক্ষিণের থানায় মামলা চলছে।গুটিয়ে দেখে তথ্য সংগ্রহ করে সাথে থাকা অন্যান্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান সেখানকার পুলিশ প্রশাসন।
সম্প্রতি নবাগত নিযুক্ত প্রাদেশিক কমিশনার তার অগ্রাধিকার গুলি প্রকাশ এবং সঠিক সিদ্ধান্ত সহ জ্ঞানবুদ্ধির সাথে কাজ করার ফলে এই প্রশংসনীয় সাফল্য আসে,
যার মধ্যে পুরো খাউটেংসের গুরুতর এবং সহিংস অপরাধ গুলিও অন্তর্ভুক্ত করা হয়েছে।লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা প্রকাশ করেছেন,
"অপরাধীদের হাত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র অপসারণ করা হলে পুলিশ তিনটি অপরাধের হ্রাস এবং গুরুতর ও সহিংস অপরাধ হ্রাসের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌছে যাবে ইনশাআল্লাহ।এর ফলে শেষ পর্যন্ত পুলিশ আর জনসাধারণের মাঝে আস্থা দেখা দেবে বলে তিনি বিশ্বাস করেন এবং সামনে আরো অন্যান্য সকল প্রকার "পুনরুদ্ধার" কাজ সঠিকভাবে সম্পুন্য করা হবে বলে আশাবাদী "
নবাগত লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা'র সাথে যদি দক্ষিণ আফ্রিকার প্রশাসন এর অন্যান্য কর্মিরা এই ভাবে খাউটেং প্রভিন্স সহ দক্ষিণ আফ্রিকার প্রতিটি পুলিশ স্টেশনের সকল মামলা হামলা খুন ও ধর্ষণ এর মত অপকর্ম গুলোর সঠিক ভাবে পরিচালনা করা যেতো, তাহলে হয়তো দক্ষিণ আফ্রিকায় আমরা প্রবাসীরা আরো একটু শান্তি ও নিরাপদে থাকার প্রতিশ্রুতি নিয়ে বাঁচার সুযোগ হতো।
Comments
Post a Comment