Posts

Showing posts from May, 2019

দক্ষিণ আফ্রিকায় নিরীহ-নিপীড়িত প্রবাসী বাংলাদেশীরা- নেই কারো কনো উদ্যোগ

Image
SAPB | JOHANNESBURG | RSA প্রকাশিত : সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী তারিখ : ২০ মে ২০১৯ সোমবার,১০:২০ পিএম   ===================================  দক্ষিণ আফ্রিকায় নিরীহ-নিপীড়িত প্রবাসী বাংলাদেশীরা- নেই কারো কনো উদ্যোগ _________________________________________   সাউথ আফ্রিকায় চলতি বছরের জানুয়ারি থেকে গত ১৮ই মে ২০১৯ ইং তারিখ পর্যন্ত চুরি ডাকাতি সহ বিভিন্ন ঘটনায় খুন হয়েছে ৩৬ জন বাংলাদেশী নাগরিক। ২০১৮ সালে খুন হয়েছে ১৫৬ জন বাংলাদেশী নাগরিক।এই সব খুনের ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে ভিকটিমদের পক্ষ থেকে একটি মামালও দায়ের হয়নি।কিন্তু কেনো, তা অজানা! এই পর্যন্ত যে সব মামলা সংশ্লিষ্ট থানায় দায়ের হয়েছে তাহলো ইউ ডি (আন নেছারেল ডেইথ)।যা সরকারি ভাবে পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়েছে। হরহামেশা বাংলাদেশী নাগরিক খুনের শিকার হয়ে আসলেও এই ব্যাপারে বাংলাদেশ এ্যাম্বাসী,বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের কোন উদ্বেগ উৎকন্ঠা লক্ষ্য করা যায়নি। জোহানেসবার্গ কেন্দ্রীক বিভিন্ন বাংলাদেশী সংগঠন গজিয়ে উঠলেও এই ব্যাপারে কারো কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আদোও লক্ষ্য করা যাচ্ছেনা। যেমন সোমালিয়ান,ইউথোপিয়ান,পাকিস্তানিদের কোন ন

দক্ষিণ আফ্রিকায় নর্থ ওয়েষ্ট প্রভিন্স প্রচেষ্ট্রম শহরে লাভলু নামের বাংলাদেশীকে গুলি করে হত্যা

Image
SAPB | JOHANNESBURG | RSA   প্রকাশিত- সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী তারিখ : ১৯ই মে ২০১৯ রবিবার, ৯:২০ পি এম _____________________________________________ দক্ষিণ আফ্রিকায় নর্থ ওয়েষ্ট প্রভিন্স প্রচেষ্ট্রম  শহরে লাভলু নামের বাংলাদেশীকে গুলি করে হত্যা দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশীদের অতি পরিচিত ও আমাদের সকলের প্রিয়মুখ "সাখাওয়াত হোসেন লাভলু " কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। লাভলু ভাইয়ের দেশের বাড়ি চিটাগাং জেলার মিরসরাই উপজেলায়। সেখানকার একজন স্থানীয় বাংলাদেশী ব্যবসায়ী মহসীন পলাশ জানালেন গত ১৮ই মে ২০১৯ ইং তারিখ শনিবার রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় একদল কৃষাঙ্গ তার দোকানে এসে তাকে ফলো করে গুলি করে চলে যায় এবং ঘটনার পর পরই তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।  সূত্রে যানা যায় দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েষ্ট প্রভিন্সের প্রচেস্ট্রম নামক ছোট একটি শহরের ইউনিভার্সিটি এলাকায় তার অনেক গুলো ব্যবস্যা বানিজ্য ছিলো এবং তিনি যে দোকানটি পরিচালনা করতেন সেটি রাত ২ - ৩ টায় পর্যন্ত খোলা রাখতেন।  গত শনিবার রাত তিনি ১:৩০ মিনিটের সময় দোকান বন্ধ করার প্রস্তুতি ন

সাউথ আফ্রিকায় এসেছেন মাত্র এক মাস, তারভিতরে অসুস্থতায় প্রবাসীর হৃদয় বিদারক ও করুন মৃত্যু

Image
SAPB | JOHANNESBURG | RSA সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী মাত্র একমাসের সাউথ আফ্রিকা প্রবাসীর  করুন হৃদয় বিদারক মৃত্যুর ভয়ানক রহস্য হোসাইন বাবু:  আবারো লাশের মিছিলে যোগ হল আলমগীর আহমেদ নামের আরেক জন  সাউথ আফ্রিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীর লাশ।এইসহ চলতি বছরের এখন পর্যন্ত সাউথ আফ্রিকায় আটাশজন বাংলাদেশী মৃত্যুবরন করেছেন।তার মধ্যে আজকের এই লোকসহ তিনজন বাংলাদেশী শুধু অসুস্থ হয়ে মারা যান।  আর বাকি সবগুলো রেমিটেন্স যোদ্ধা  আফ্রিকান কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী  দ্বারা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়ে খুন হয়েছেন।ছবিতে নিহত লোকটির বাড়ি ফেনী ছাগলনাইয়া।আমাদের একই এলাকায় বলতে গেলে একেবারেই পাশাপাশি। আলমগীর আহমেদ ফেনী জেলার ছাগলনাইয়া থানার মটুয়া গ্রামের বাসিন্দা, মহিলা কলেজের পিছনেই ওনার নিজের বাসা।পরিবারে এক ছেলে ও এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন সেই এলাকায় বসবাস করে আসছেন। এইখানে (সাউথ আফ্রিকায়) আসার আগে তিনি আরব দেশে ও দীর্ঘদিন প্রবাস জীবনে কর্মরত ছিলেন।পরিবারে তেমন কোন আহামরি  অভাব অনটন ছিলনা।নিহত লোকটি সাউথ আফ্রিকায় এসেছে যে, মাত্র এক মাস হয়েছে। আনুমানিক ওনার বয়স ৬০ বছরের উপরে হবে।এবং কি বয়স অ

রমাদানে এই পাঁচটি জিনিস আমরা বেশি বেশি চর্চা করতে পারি

Image
SAPB | JOHANNESBURG | RSA রমাদানে এই পাঁচটি জিনিস আমরা বেশি বেশি চর্চা করতে পারি জনৈক আলেম বলেন- অন্তরের সুস্থতা এ পাঁচটি জিনিসের মধ্যে রয়েছেঃ ১) গভীর মনোযোগ সহকারে কুর'আন পাঠ করা।  ২)পেট খালি রাখা অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ত্যাগ করা, নূন্যতম পরিমান খাওয়া।যতটুকু না হলেই নয় ততটুকু পরিমান খাওয়া। ৩) রাতের সালাতে দাঁড়ানো।সবাই যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন আপনি আল্লাহর ভয় এবং ভালোবাসায় সালাতে দাঁড়িয়ে গেলেন।কেউ দেখছে না,কেউ জানছে না।কেবল আপনি আর আপনার রব ছাড়া। এ এক মধুর ভালোবাসা,গোলামের সাথে তার মালিকের। ৪) ভোরবেলায় আন্তরিক দু'আ এবং ইস্তিগফার করা। কুর'আন এবং হাদিসে ফযরের পূর্বের ইস্তিগফারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।ফযরের আজানের আযানের দশ -পনের মিনিট পূর্বে আমরা দু'আ ও ইস্তিগফার করতে পারি। ৫) নেককারদের সোহবতে সময় কাটানো।যারা ঈমান আমলে আমাদের চাইতে অগ্রগামী। প্রতিদিন কিছু সময় আমাদের উচিত নিজের ঈমানকে তাজা করতে নেককারদের সাথে কিছু সময় কাটানো।

হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি

Image
SAPB | JOHANNESBURG | RSA হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি  হাফেজি পড়া একজন অসুস্থ ছোট বোনকে বাঁচাতে সাহায্য চেয়েছেন বড় বোন (হাফেজা) তানিয়া আক্তার তন্নী নামের একটি মেয়ে।যে খবরটি সোসাল মিডিয়ায় থেকে শুরু করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।সাহায্য চাওয়া নিয়ে তন্নীর সেই রিপোর্ট টি পুরোপুরি তুলে ধরা হলো।   আসসালামু আলাইকুম।  আমার নাম হাফেজা তানিয়া আক্তার তন্নী।আমরা দুই বোন।আমাদের বাড়ি কুমিল্লা।আমাদের আব্বু আম্মু বেঁচে নাই।আমার ছোটবোন হাফেজি পরে ২৬ পারায়। আজ পর্যন্ত কারো কাছে কিছু চাইনি।আজ আপনাদের কাছে না চেয়েও পারছি না।আমার ছোট বোনের হার্টের একটি ভাল্প নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছেন জরুরী অপারেশন করাতে না পারলে ওকে বাঁচানো যাবে না।অনেক টাকার দরকার।আমরা এতিম আমাদের সামর্থ্য নাই যে এতো টাকা দিয়ে অপারেশন করানোর। তাই সন্মানিত মোহতারাম আপনাদের সবার কাছে সাহায্যের জন্য আবেদন করছি।আপনারা সবাই যদি একটু সাহায্য করেন আমার বোনটির অপারেশন করাতে পারবো ও আবার মাদ্রাসায় যেতে পারবে।  এই এতিমের উপরে সবাই একটু দয়া করেন।আমাদের কেউ নাই।আমার বোনটি মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে হাসপাতালে।যারা আল্লাহর কুরআন

দক্ষিণ আফ্রিকায় জাতীয় নির্বাচনের ফলাফল

Image
SAPB | JOHANNESBURG | RSA দক্ষিণ আফ্রিকায় জাতীয় নির্বাচনের ফলাফল সবশেষ আপডেটঃ সাউথ আফ্রিকা নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত ৬০ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এতে প্রাপ্ত ফলাফলে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কনগ্রেস (এএনসি) (ANC) ৫৪ লাখের বেশি ভোট পেয়ে প্রথম স্থানে অবস্থান করছেন।এক কথায় বিজয়ের স্থানেই অবস্থানরত রয়েছেন বলে জানা গেছে। ২০ লাখের বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক এলায়েন্স (ডিএ) (DA) এখনো কমপ্লিট রেজাল্ট দেয়া হয় নি। ৯ লাখের বেশি ভোট পেয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন ইকোনমিক ফ্রিডম ফাইটার (ইএফএফ) (EFF) আগামীকালের মধ্যে বাকী ৪০ ভাগের গণনা শেষ হবে।পুর্নাঙ্গ ফলাফল ঘোষণা হবে আগামী শনিবার।

আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা শোকাহত

Image
SAPB | JOHANNESBURG | RSA আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা শোকাহত!  জোহানেসবার্গঃ  ট্রাভেল পারমিটে নিতে এসে বাংলাদেশী এক রেমিটেন্স যোদ্ধার অকালে প্রান গেল,(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)    বাংলাদেশের হাইকমিশনের মালয়েশিয়ার পাসপোর্ট সার্ভিস কেন্দ্রে যাওয়ার পর কাগজপত্র জমা দেওয়ার আগে না ফেরার দেশে চলে গেলেন ময়মনসিংহের এই ভাইটি,পবিত্র মাসে। পবিত্র দিনের মৃত্যুতে আল্লাহ ভালোবাসার লোকগুলোকে নিয়ে যায়,হে আল্লাহ মাহে রমজানের উছিলায় তাকে জান্নাতবাসী করুন। তার সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ হাইকমিশন নিয়েছে।তার কোন আত্নীয় স্বজন ও পরিচিত কেউ থাকলে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করতে পারেন।

দক্ষিণ আফ্রিকায় কুমিল্লা লাঙ্গলকোর্টের শাহজাহান গুলিতে নিহত

Image
  SABP | JOHANNESBURG | RSA দক্ষিণ আফ্রিকায় কুমিল্লা লাঙ্গলকোর্টের শাহজাহান গুলিতে নিহত জোহানেসবার্গঃ   দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ নামক শহরে গত ৭ই মে ২০১৯ ইং তারিখ সকাল ১০টায় মোঃ শাহজাহান নামে একজন  প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আমাদের পোর্ট এলিজাবেথ প্রতিনিধি জানান সকালে কাস্টমার সেজে এক আফ্রিকান মোঃ শাহজাহানের দোকানে "পাই" কিনতে আসে, এ সময় মোঃ শাহজাহান দোকান থেকে বাহিরে বের হচ্ছিলেন। সে সময় ঐ আফ্রিকান পিছন থেকে মোঃ শাহজাহানের মাথায় ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। মূমূর্ষ অবস্থায় মোঃ শাহজাহানকে মার্কেনটাইল হাসতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হলে।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন) মোঃ শাহজাহানের বুকে ও মাথায় তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।ম রহুমের দেশের বাড়ি কুমিল্লা লাঙ্গল কোর্ট। প্রাথমিক ভবে ধারণা করা হচ্ছে চোরা মালের ক্রয় বিক্রয় নিয়ে বনিবনা না হওয়ায় এমন অনাকাঙ্খীত ঘটনা ঘটেছে কিংবা সম্ভাবনা রয়েছে।  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদ