মোজাম্বিক ডাকাতের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী ও পুলিশ নিহত


SAPB | JOHANNESBURG | RSA


মোজাম্বিক ডাকাতের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী ও পুলিশ নিহত


জোহানেসবার্গ:- মোজাম্বিকে ডাকাতের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী ও পুলিশ নিহত।


গতকাল ১৭ ফ্রেবুয়ারী ২০১৯ ইং তারিখ  (রবিবার) রাত দুটোর সময় মোজাম্বিকের পেমবার মুতুপিসে এলাকায় মিজানুর রহমান নামের এক বাংলাদেশী ব্যবসায়ী ডাকাতের গুলিতে নিহত হয়েছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।


সেই সময় ডাকাতের সাথে গোলাগুলিতে স্থানীয় একজন পুলিশ সদস্য ও নিহত হয়েছেন।মোজাম্বিক আওয়ামী লীগের সভাপতি এম এ ইসলাম মিয়া আমাদেরকে জানিয়েছেন-ডাকাত দল মিজানুর রহমান এর দোকান ডাকাতি করে চলে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাগুলিতে মিজানুর রহমান এবং পুলিশ সদস্য নিহত হন। 


মিজানুর রহমানের মৃত্যুতে মোজাম্বিকে বাংলাদেশ কমিউনিটির  মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।কমিউনিটির নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। 



নিহত মিজানুর রহমান  চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের  আহমেদ রাসেল চৌধুরীর ছেলে। 


সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী পরিবারের পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


নিহত পুলিশ সদস্য ও মোজাম্বিক পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আমরা তাদের এই প্রতিদান কখনোই শোধ করতে পারবো না।আল্লাহ ভালো কাজের ফলাফল অবস্যই দিবেন।


বিঃদ্রঃ-সাউথ আফ্রিকা ও আফ্রিকাস্থ সকল প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা সতর্কার সাথে চলাফেরা করুন।যেখানে যে কনো পরিস্থিতিতে ডাকাত দল কিংবা সন্ত্রাসীরা হামলা চালালে তাদের কাছে পরাজিত হয়ে সকল কিছুই নিজ জীবনের সার্থে প্রাণ বাঁচানোর প্রয়োজনে যা কিছু চায় সবকিছুই ত্যাগ করুন।ভুলেও তাদের সাথে তর্কে জড়িয়ে নিজের প্রাণ হারাবেন না।ছোট একটি মাত্র ভুল সেটি হতে পারে আপনার মৃত্যুর কারণ।সুতারাং- সেইসব ভুলগুলো পরিহার ও পরিত্যাগ করুন।



Comments

Popular posts from this blog

প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে

হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি

প্রবাসীরা দেশের সূ্র্য সন্তান | প্রবাস জীবন ও কষ্টের প্রতিচ্ছবি |