আবারো কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী খুন
SAPB | JOHANNESBURG | RSA
জোহানেসবার্গঃ- আবারো কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী খুন
দক্ষিণ আফ্রিকা খাউটেং প্রভিন্সের জোহানেসবার্গ সংলগ্ন জার্মিসষ্টন নামক ছোট একটি শহরে দক্ষিণ আফ্রিকাস্থ কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে আব্দুর রহমান নামের এক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
আজ ১৯ ফ্রেবুয়ারী ২০১৯ ইং তারিখ (মঙ্গলবার) রাত আনুমানিক ৯ টার দিকে দক্ষিণ আফ্রিকার জার্মিষ্টেন নামে একটি শহরের দোকানে তাকে গুলি করা হয়।তার দোকানের পার্টনার ও স্থানীয়রা সহ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং রাত ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান বন্ধের আগে একদল অস্ত্রধারী সন্ত্রাসী দোকানের ভিতরে প্রবেশ করে।এসময় তারা আব্দুর রহমান কে গুলি করে হত্যার পর দোকানে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
আব্দুর রহমান দোকানের পিচনে রান্না নিয়ে ব্যস্ত থাকাকালীন এই দূর্ঘটনা ঘটে।দোকানের ভিতরে দুইজন বাংলাদেশী ব্যবসায়ী ছিলেন।তারা ছিলেন এক অপরের ব্যবসায়ীক পার্টনার।
সন্ত্রাসীরা দোকানের ভিতরে প্রবেশ করে প্রথমে কাউন্টারে থাকা বাংলাদেশীকে গান পয়েন্ট করলে তিনি সেখানে কনো রিক্স না নিয়ে আত্মসমর্পণ করেন।যার ফলে হয়তো তিনি প্রাণে বেঁচে যান।
আরেকজন বাংলাদেশীকে দোকানের পিচনে গিয়ে গান পয়েন্ট করার পূর্বে সে (ব্যবসায়ী আব্দুর রহমান )পালানোর চেষ্টাকালে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার বুকে গুলি করলে তিনি তাৎক্ষনিক সেখানেই লুটে পড়েন।সে সময় তিনি দোকানের পিচনে রান্নাকরা অবস্থায় ছিলেন।
ছোট ভুল বুঝাবুঝির মাঝেই মৃত্যুবরণ করতে হয়েছে আব্দুর রহমান কে।সন্ত্রাসীরা ভেবেছে তাদের হিট করার জন্য কিংবা গুলি করার জন্য বাংলাদেশী ব্যবসায়ী কনো একটা পদক্ষেপ গ্রহন করতে যাচ্ছে।আসল কথা বলতে গেলে বাংলাদেশী ভাইটি ভয়ে তার জীবন বাঁচানোর চেষ্টা করেছিলো।আর সেই চেষ্টাই হলো তার মৃত্যু।
দোকানের সামনে কাউন্টারে থাকা তার পাটনার অপর একজন বাংলাদেশী তিনি প্রাণে বেঁচে গেলেও আব্দুর রহমান আমাদের মাঝে আর বেঁচে নেই।
সন্ত্রাসীরা এক পর্যায়ে অধিক টাকা দাবী করে না পেয়ে কালসাপের মত আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে।গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।এমতাবস্থায় তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যায় জার্মিষ্টেন সহ আরো অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও বাংলাদেশী প্রেসক্লাব মিডিয়া সাংবাদিকগন।
নিহত আব্দুর রহমানের অকাল মৃত্যুতে দক্ষিণ আফ্রিকা জোহানসবার্গ এর জার্মিষ্টেন শহর সহ দক্ষিণ আফ্রিকার অন্যান্য প্রবাসী বাংলাদেশীরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন সকল প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা বর্তমান এই পরিস্থিতিভেদে অনেকটাই আতঙ্কে রয়েছেন।এর শেষ কোথায় তা সত্যিকারে অজানা।
এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকার অসহায় প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা- বাংলাদেশ প্রশাসন ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিকট সহযোগিতা এবং সকল প্রকার সহায়তা কামনা করছেন।দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অসহায় প্রবাসীদের মাঝে এর বাহিরে আর ভিন্ন কনো পথ নেই যেখানে থাকবে এই বিশাল সমস্যার সমাধান।
দক্ষিণ আফ্রিকার অসহায় প্রবাসী বাংলাদেশী ভাইদের- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টিকোণ থেকে দেখার কেউ নেই।কিংবা এই মরণদশা থেকে বাঁচানের কেউ নেই।
যদি থাকতো তাহলে এইভাবে পাখির মত প্রতিদিন বাঙ্গালিদের গুলি করে হত্যা করা হতো না।এটির একটি সমাধান খুজে এসপারওসপার একটা কিছু হতো।
কিন্তু এখন শুধু প্রবাসী বাংলাদেশীদের মৃত্যু ছাড়া আর ভালো কনো রেসাল্ট দেখা যাচ্ছে না ইতিমধ্যে।দক্ষিণ আফ্রিকায় অবস্থিত প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা একতা হয়ে বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে এর একটি সমাধান খুজে বাহির করা অতি জরুরি।
আব্দুর রহমানের দেশের বাড়ি পটুয়াখালী জেলায়।তার বাবার নাম আতাহার হাওলাদার।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।আমিন!!
Comments
Post a Comment