লাশের মিছিলে যোগ হলো প্রবাসী বাংলাদেশী টিটু মনি


SAPB | JOHANNESBURG | RSA


লাশের মিছিলে যোগ হলো প্রবাসী বাংলাদেশী টিটু মনি


জোহানেসবার্গঃ

দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রদেশের মাফিকিং নামক শহরে নুরুল আলম সিদ্দিকী টিটু মনি নামের এক বাংলাদেশী ব্যবসায়ী গতকাল ১২ ফ্রেবুয়ারী ২০১৯ ইং তারিখ (মঙ্গলবার)রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।


নিহত টিটু মনির দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ।গ্রামের নাম আমতলা।পিতার নাম মোঃ মোতালেব।নিহত টিটু মনি সংসারের বড় সন্তান ছিলেন।



গতকাল রাত পর্যন্ত তার দোকানে কোন সমস্যা অথবা ডাকাতির ঘটনা পরিলক্ষিত হয়নি বলে মাফিকিং এর একজন ব্যবসায়ী এবং নর্থ-ওয়েষ্ট প্রভিন্স শাখা আওয়ামী যুবলীগের দায়িত্বরত সভাপতি মোশারাফ হোসেন মামুন আমাদেরকে জানিয়েছেন -সকাল ৯ টায় তার পাশের দোকানের আরেকজন ব্যবসায়ী তার কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের বাংলাদেশীদেরকে খবর দিলে তারা পুলিশকে খবর দেওয়ার পরে দরজা ভেঙ্গে টিটু মনির লাশ দেখতে পায় দোকানের ভিতরেই।তারপর পুলিশ সেখান থেকে মৃত দেহ উদ্ধার করে লাশ মরর্গে নিয়ে যায়।



তার শরীরের কোথাও কোন ধারালো অস্ত্রের আঘাত ছিল না কিংবা গুলির কনো স্পোর্ট ছিলনা।পুলিশ প্রাথমিক পর্যায়ে ধারণা করেছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।


দোকানের কোথাও কোনো ভাঙচুর করা হয়নি।ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হয়েছে।নিহত টিটু মনি বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা নর্থ-ওয়েষ্ট প্রভিন্সের - প্রচার সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।



এই নিয়ে এই বছরের শুরু থেকে এ পর্যন্ত মিডিয়ার মাধ্যমে সংগ্রহীত হয়েছে যে- দক্ষিণ আফ্রিকায় ১১ জন বাংলাদেশী হত্যার স্বীকার হয়েছে হার্টএ্যাটাক বা অন্যান্য মৃত্যু ছাড়া।


নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহতের পরিবারে থাকা সকল সদস্যের আল্লাহ শোক সইবার ধারণক্ষমতা বৃদ্ধি করুন।মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


আল্লাহ্ আমাদের সবাইকে হেফাজত করুন এবং নিহত বাংলাদেশী ভাইদের জান্নাতবাসী করুন।আমিন।।


Comments

Popular posts from this blog

প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে

হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি

প্রবাসীরা দেশের সূ্র্য সন্তান | প্রবাস জীবন ও কষ্টের প্রতিচ্ছবি |