দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশী আহত
SAPB | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশী আহত
জোহানসবার্গ থেকে:- আবারও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দক্ষিণ আফ্রিকার কৃষাঙ্গ সন্ত্রাসীরা।এখনকার বর্তমান পরিস্থিতিতে প্রতিনিয়ত দক্ষিণ আফ্রিকার কোথায় না কোথায় প্রবাসী বাংলাদেশীদের খুন হত্যা ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
বিগত সপ্তাহ গুলোতে এমনও দিন গিয়েছে এক সাথে ৪ থেকে ৫ টি করে বাংলাদেশীদের লাশ দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে পেরন করা হয়েছে।যার পরিস্থিতি এক কথায় খবই ভয়াবহ।বাকি দিনগুলো আল্লাহ্'র মর্জি।
হে আল্লাহ্ তুমি কি শুনোনা দক্ষিণ আফ্রিকায় তোমার এই বান্দাদের চিৎকার ?
অসহায় মানুষেরা ঘুরে সারাবেলা, নিয়মিত খাবার জোটেনা মোটেও একবেলা। পথের ধারে দিন শুরু পথে কাটে রাত। সারাদিনের কাজ শেষে কভু জোটে ভাত।স্বার্থের এই পৃথিবীতে সবাই কাজে ব্যস্ত, আর তার মাঝে অসহায় মানুষেরা দিন দিন হচ্ছে ক্ষতিগ্রস্ত।
It is a little silence,when the dark hours of darkness,in the name of darkness,find hours of loneliness,find very sadly loneliness.In the midst of thousands of people,moving forward in the crowd, on the same path singing the rules of life,every unknown face reminds me alone,my loneliness .
Awakening to the end of life, the dream of life stolen everything in the absurdity, thousands of silent tears on the ground in the chest;
I will find my loneliness in the salt water, and the loneliness of the game of the game alone, without being a rival who has been repeatedly defeated and invisible in the twisted pair of legs.In the prison of life, the persecution of fate in prison.
After the long rule of thoughts,how many times Hajibjeeji appeared in the sand of the imagination of the loneliness of the loneliness.The arrival of the river came suddenly, a sudden one-year long rule reminds us our loneliness.
শুনো হে দুনিয়ার মানুষ দেখো হে পৃথীবি -দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশী মায়ের নাড়ি ছেড়া ছেলের আত্মনাধ।
দক্ষিণ আফ্রিকার ইস্টার্নকেপ প্রভিন্সের আলিওয়ালনর্থ শহরের স্পিং নামক জায়গায় স্পিং সুপার মার্কেটে আজ ০৮.০২.২০১৯ ইং তারিখ (শুক্রবার) দুপুর ২টার সময় জাবেদ নামে এক বাংলাদেশীকে কৃষ্ণাঙ্গ সন্ত্রসীরা কুপিয়ে গুরতর আহত অবস্থায় রেখে পালিয়েছে।
ওখানকার একজন ব্যবসায়ী খোকন খান জানান- দুপুর ২টার সময় ঐ এলাকারই কয়েক জন কৃষাঙ্গ দোকানে কেনাকাটা করতে আসে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে জাবেদকে তার কাউন্টারে থাকা পালোনি কাটার চুরি দিয়েই তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে চলে যায়।
দুপুরের সময় ঐ জায়গাটা একটু নিরব থাকে এবং এই প্রথম কোন বাংলাদেশী কৃষাঙ্গ কর্তৃক হামলার স্বীকার হয়েছেন সেই লোকেশনে।কারন আলিওয়ালনর্থ শহরটি দক্ষিণ আফ্রিকার অন্যান্য শহরের চেয়ে আলাদা এবং খুবই নিরাপদ একটি শহর।এখন শেষ দেখা সেই যায়গাটিও আজকাল কনোভাবেই নিরাপদ নন।
শুক্রবারের জুম্মার নামাজের পর খবর পেয়ে ওখানকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ পিটু ও খোকন খান গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে সে আলিওয়ালনর্থ হাসপাতালে চিকিতৎসাধীন আছেন।জাবেদ মোহাম্মাদের দেশের বাড়ি নোয়াখালী চৌমুহনী আলিপুরে।আহত জাবেদগত সোমবার জেল খেটে মাত্র বের হয়ে আসছেন।তার পরপরই ঠিক এই দুর্ঘটনা।
সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী অসুস্থ জাবেদ ভাইয়ের জন্য দোয়া করুন।আল্লাহ্ যেন তাকে দ্রুততার সাথে সুস্থতা দান করেন।আমিন!
Comments
Post a Comment