পুলিশ বাহিনী ও সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যৌথ কাজ


SAPB | JOHANNESBURG | RSA


পুলিশ বাহিনী ও সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যৌথ কাজ


জোহানেসবার্গ :- 

দক্ষিণ আফ্রিকায় গত ৮ ফ্রেবুয়ারী ২০১৯ ইং তারিখ রোজ (শুক্রবার) পুরো দিন পুলিশ বাহিনী ও সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যৌথ কাজের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার Lombardy East নামক যায়গায় সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে।




CashInTransitHeist দক্ষিণ আফ্রিকার Lombardy East নামক যায়গার অপরাধ দৃশ্য।পুলিশদের সেই দৃশ্যে দেখা যাচ্ছে।সেই স্থান থেকে ৭ জন সন্দেহভাজনদের একটি বাড়ির কোণে ধরা হয়েছে।পরেক্ষনে পিঙ্গারে তাদের রিপোর্ট ধরা পড়ে তারা সকলেই বন্দুকবাজ একটি গ্রুপ।তাৎক্ষনিক তাদের গ্রেপ্তার করা হয়েছে।


দক্ষিণ আফ্রিকার অধিকাংশ স্থানীয়রা এখন এই ডিজিটাল তথ্যপ্রযুক্তির নানান কিছু ব্যবহার্যে অনেকটাই সক্রিয়।


সেই যায়গার একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, নাম তার @ইরিসলগারিং- তিনি বলেন, আমাদের সোসাল মিডিয়া সহ বেশকিছু অনলাইন গ্রুপ আছে,যার সাহায্যে এখানকার অধিক সমস্যা গুলো সকলেই মিলে যৌথভাবে ভাগ করে নেওয়ার কারণেই আমাদের আশেপাশের ব্যক্তিদের একটি Whatsapp বার্তার মাধ্যমে এই যায়গার আশেপাশের ক্রাইম রিপোর্ট টিপর্স আমাদের এলাকাবাসী সকলেরই জন্য অধিক সাহায্য ও সহযোগিতা করে থাকেন।


সব ছেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যৌথভাবে এলাকাবাসীরা ক্রাইমের এগিনেস্টে এই দেশের পুলিশের সাথে খুব গর্বের সাথে কাজ করে যাচ্ছি কনটিনিউ।



আর এই সকল টিপর্সগুলো শুধু দক্ষিণ আফ্রিকায় নয়,বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশীরা ব্যবহার করা অত্যান্ত জরুরী এবং প্রয়োজন।কারণ এই সকল Whatsapp গ্রুপ এবং ফেচবুক গ্রুপ গুলো থেকে সকল প্রকার তথ্য সংগ্রহ সহ নানান প্রকার উপকারিতা পাওয়া যায়।


Comments

Popular posts from this blog

প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে

হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি

প্রবাসীরা দেশের সূ্র্য সন্তান | প্রবাস জীবন ও কষ্টের প্রতিচ্ছবি |