সুস্থ থাকতে অবশ্যই যত্ন নিন নাভির



SAPB | JOHANNESBURG | RSA


সুস্থ থাকতে অবশ্যই যত্ন নিন নাভির


ত্বক সচেতন যারা,শীত এলেই দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন তারা। কারণ শীতে ত্বক রুক্ষ হয়ে পড়ে আর সেজন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের।কখনও ঠোঁট ফাটা,কখনও কালো ছোপ পড়ে ত্বক নির্জীব দেখানো,তো কখনও সাদা দাগের সমস্যা।


কিন্তু আপনি জানেন কি সারা বছর নিয়মিত নাভির যত্ন নিলে রেহাই পেতে পারেন ত্বকের নানা সমস্যা থেকে?কেননা ত্বকের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যোগ রয়েছে নাভির।


- ত্বকে ব্রণ, সাদা দাগের সমস্যা থাকলে নাভিতে লাগান নিম তেল।


- শীত কালে নিয়মিত নাভিতে সর্ষের তেল লাগালে ফাটা ঠোঁটের সমস্যা হবে না।


- দাগহীন,সুন্দর,উজ্জ্বল ত্বক কে না পেতে চায়?নিয়মিত নাভিতে আমন্ড অয়েল লাগালে পেতে পারেন উজ্জ্বল ত্বক।


- গোটা শীত কাল নাভিতে ঘি লাগালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাবেন।


- ত্বক,কালো নির্জীব দেখালে নাভিতে লেমন অয়েল লাগান।



Comments

Popular posts from this blog

প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে

হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি

প্রবাসীরা দেশের সূ্র্য সন্তান | প্রবাস জীবন ও কষ্টের প্রতিচ্ছবি |