দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
SAPB | JOHANNESBURG | RSA
সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী
দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা
জোহানেসবার্গঃ
আজ ৭ ফ্রেবুয়ারী ২০১৯ ইং তারিখ (বৃহ:বার) রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের ঠিকানা (সোনা) এর সময়, রাষ্ট্রপতি "সিরিল রামাফোসা" ঘোষণা করেন যে,২০১৯ সালের জাতীয় সংসদীয় নির্বাচন আগামী মে মাসের ৮ তারিখেই অনুষ্ঠিত হবে।
আমি স্বাধীনভাবে এই দেশের নির্বাচন কমিশনের প্রস্তুতকরণ সহ সকল প্রকার উদ্যোগ ও পদক্ষেপ গ্রহন করেছি এবং অন্যান্য সকল প্রদেশের প্রিমিয়ারদের সাথে আলোচনা সাপেক্ষানুমান ও সকলের সম্মতিসূচক দক্ষিণ আফ্রিকার জাতীয় সংসদীয় নির্বাচনের তারিখ নির্ধারন করেছি এই বছরের আগামী মে মাসের ৮ তারিখেই হবে বলে দক্ষিণ আফ্রিকার জাতীয় "নির্বাচনী তারিখ" ঘোষণা করার ইচ্ছা প্রকাশ করছি।
রামাফোসা বলেন,উদ্বিগ্নভাবে প্রত্যাশিত ঘোষণা পত্রটি দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর ভোট অর্জনের জন্য জলবায়ুতে প্রতিযোগিতামূলক প্রচেষ্টাকে আরো বাড়িয়ে তুলবে।
আজ ৭ ফ্রেবুয়ারী ২০১৯ ইং তারিখ (বৃহ:বার) সন্ধ্যা ৭ টার সময় রামাফোসা তার বক্তৃতা শুরু করেন,তনি বলেন - দক্ষিণ আফ্রিকার যেটি অর্থনৈতিক মুক্তিযোদ্ধায় অংশগ্রহণকারীর অন্যতম সংগঠন ও অর্থনৈতিক যোদ্ধাদের লিডার (EFF) কমান্ডার- ইন-চীফ জুলিয়াস মালেমার সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের সাথে দেশের ন্যায়নিষ্ঠ প্রতিদান নিয়ে দুপক্ষের মধ্যেকার চুক্তিনামা এক ছিলো।
রামাফোসা বলেন-আমি হুম মেসেকেলের গান থুমা মিনাকে আহ্বান জানিয়ে আমার গত বছরের ইনপুট থেকে উদ্ভুত একটি দাবির সাথে আমার বক্তৃতা শুরু করতে চাই।
রামাফোসা শুরু করেছিলেন।তিনি বলেন- আমি স্মরণ করেছিলাম যে,সে সময় আমার প্রথম (সোনা) বক্তৃতা দেয়া হয়েছিলো।সেসময়কার সময়ে মালেমা আমাকে গান গাইতে বলেছিলেন।
আমি সত্যি রীতিমত অভাগ হই তার এমন কান্ডে।আমি কিছুক্ষণের জন্য দ্বিধাগ্রস্ত ছিলাম।কিন্তু আমি তা করার জন্য বিজ্ঞতার সাথে চিন্তা করেছিলাম।
তারপর তিনি তার পঞ্চমল উপস্থাপন করেন।এসময় তিনি বলেছেন যে, নির্বাচনের পরে জুলিয়াস মালেমা যদি রাষ্ট্রপতি হয়ে বিজয় অর্জন করেন?তাহলে আমি "রামাফোসা" গানটি হয়তো গাইতে পারি।
তিনি আরো বলেন, গতকাল আমি "রামাফোসা" জুলিয়াস মালেমার সাথে সাক্ষাৎ করেছিলাম।আমরা দুজনে সম্মত হয়েছি যে- যদি (EFF) নির্বাচনে জয়ী হয় এবং জুলিয়াস মালেমা "রাষ্ট্রপতি" হিসেবে প্রতিষ্ঠিত হন? তবে তিনি আমাকে তার জন্য গাইতে আমন্ত্রন করবেন।
রামাফোসা বলেন- সংসদ ভবনে রামাফোসার আগমনের পূর্বে (EFF) চেম্বারে প্রতিবাদ বিক্ষোভ গানে প্রবেশ করেছিলো।
এটি তাঁরা ব্যাপকভাবে প্রত্যাশিত ছিলো যে,লাল বেঁধে লাল ড্রেসে তাঁরা হাউসটি ব্যাহত করবে।কিন্তু পরিবর্তে তাদের একমাত্র প্রচেষ্টা "ডাই স্টোম" গানের সময় বসতে হবে এবং রামাফোসা বাকি চেম্বারের সাথে দাঁড়িয়ে থাকার পরিবর্তে বসে থাকবেন।
Comments
Post a Comment