দক্ষিণ আফ্রিকায় আবারো প্রবাসীদের দোকান ভাংচুর ও লুটপাট


SAPB | JOHANNESBURG | RSA


দক্ষিণ আফ্রিকায় আবারো ভাংচুর ও লুটপাট

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা শহরের মুরাগজন লোকেশনে গতকাল থেকে স্থানীয় কৃষাঙ্গরা আবারও তাদের ভিবিন্ন দাবি দাওয়া নিয়ে বাংলাদেশী সহ ভিবিন্ন দেশের ব্যবসায়ী ভাইদের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে চলেছে।

এরই মধ্যে আমাদের বাংলাদেশীদের ৫টি দোকান ও একজন পাকিস্তানি নাগরিক সহ আরো অন্যান্য আফ্রিকাস্থ প্রবাসীদের দোকান ভাংচুর করে লুটে নিয়েছে সেখানকার স্থানিয় কৃষাঙ্গরা।

তবে এখনও পর্যন্ত কনো হতাহতের খবর পাওয়া যায় নি।আমরা আবারো পুনরায় আরেকটি রিপোর্ট নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ রইলো।



গতকাল সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন মাইকিং করে অন্যান্য ব্যবসায়ীদের দোকানপাট না খোলার জন্য অনুরোধ করলেন।

আর তাই বর্তমানে সেখানকার অসংখ্য ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দোকানের ভিতরেই অবস্থান করেছেন।এমতাবস্থায় সেখানকার পুলিশ নিরাপত্তা দিলেও এক সাথে এতগুলো দোকান ও মানুষের জীবন যেনো এক গৃহযুদ্ধের সমান।

আজ সকালে একজন বাংলাদেশী ব্যবসায়ী শেখ নাসির ভাইয়ের সাথে আমরা ফোনে কথা বলে জানতে পেরেছি, তারা দোকান বন্ধ করে ভেতরেই অবস্থান করছেন।বন্ধ করে রাখা প্রিতিটি দোকানের সামনে কয়েকজন স্থানীয় কৃষাঙ্গ দলবদ্ধ হয়ে অবস্থান করছেন, যেন সুযোগ পেলেই দোকান ভাংচুর ও লুটপাট করতে পারেন।এমতবস্থায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।আল্লাহ তার সহায় হোন।


দক্ষিণ আফ্রিকায় আসন্ন জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে সহিংসতা শুরু মাত্র।দক্ষিণ আফ্রিকার নির্বাচন ও রাজনৈতিক সহিংসতার কারণে অতিতে হাজার হাজার প্রবাসীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ নিজ বাসস্থান এবং নিজের প্রাণ হারিয়েছেন এই মাটিতে।

দক্ষিণ আফ্রিকাস্থ সকল প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা নিজ নিজ স্থান থেকে সার্বক্ষনিক পুলিশের সাথে যোগাযোগ রেখে নিজের নিরাপদ ও সতর্কতা অবলম্বন করুন।

আপনার একটু সতর্কতা বর্তমান প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ন।তাই যা কিছু করুন- নিরাপদে থাকার চেষ্টা করুন,দোকান কিংবা টাকার চিন্তা করতে গিয়ে নিজের প্রাণ হারাবেন না।যেখানেই বড় রকম বিপদ দেখা যাবে সেখান থেকে সাথে সাথে কেড়ে পড়ুন

অনুগ্রহপূর্বক পুমালাঙ্গা শহরে অবস্থানরত সকল বাংলাদেশী ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।আপনারা যেভাবে যতটুকু পারেন মুরাগজন লোকেশনের অন্যান্য বাংলাদেশী ভাইদের সাহায্যার্থে এগিয়ে আসুন

অসহায় প্রবাসী বাংলাদেশী ভাইদের সহিযোগিতার হাত বাড়িয়ে দিন।তারা অনেকেই দোকানপাট বন্ধ করে ভেতরেই অবস্থান করছেন।তাদের পরিস্থিতি মোটেও নিরাপদ নয়।সেখানকার সকল প্রবাসী ভাইদের এই বিপদের সময়ে এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুন।সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি।আমিন!

Comments