দক্ষিণ আফ্রিকা পিটার্সম্যারিজবার্গ ফেনীর শাহপরান নিহত
SAPB | JOHANNESBURG | RSA
২৭ জানুয়ারি ২০১৯ ইং তারিখ (রবিবার)
দক্ষিণ আফ্রিকা পিটার্সম্যারিজবার্গে ফেনীর শাহপরান নিহত
একটি শোক সংবাদ
দক্ষিণ আফ্রিকা জুলু নাটাল প্রভিন্সের পিটার্সম্যারিজবার্গ শহরের ইমবালি নামক যায়গায় আজ ২৭ জানুয়ারি ২০১৯ ইং তারিখ রোজ (রবিবার) বিকেল ৪:৩০ মিনিটের সময় একটি দুর্ঘটনা ঘটে।
সাউথ আফ্রিকা প্রবাসী শাহপরান ভুঁঞা'র (৩৮) সুপারমার্কেট দোকান এর ভিতরে একজন স্থানীয় কৃষ্ণাঙ্গের সাথে দোকানের পন্যের দাম বেশি সূত্রধরে প্রবাসী বাংলাদেশী শাহ্পরানের সাথে সন্ত্রাসীর বেশকিছুক্ষন কথা কাটাকাটির এক পর্যায়ক্রমে হাতাহাতি।তারপর প্রবাসী বাংলাদেশীকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়, যা দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীরা কিছুতেই মেনে নিতে পারছেনা।সর্বস্তরের জনগন এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার কৃষাঙ্গ সন্ত্রাসীরা ফেনী (সদর) মহিপাল মধ্যম চাড়িপুর ভূঁঞা বাড়ির কৃতি সন্তান মোহাম্মদ শাহ্পরান কে তার দোকানে এসে কাউন্টার দিয়ে তার শার্টের কলার চেপে ধরে চুরি দিয়ে আঘাত করে।আর তাৎক্ষনিক সে ঘুরপাক খেয়ে ঢোলে পড়ে এবং সাথে সাথেই সেখানে নিশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইল্লাহি রাজিউন!
তার শার্টের কলার ধরে টেনে চুরি দিয়ে কয়েকটা আঘাত করার সাথে সাথে শাহপরান মাটিতে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।হে আল্লাহ আর কত মায়ের কোল খালি হবে??
শাহপরান ভূঁঞার একজন ছেলে ও একজন মেয়ে রয়েছে।মেয়ের বয়স ১৮ বছর এবং ছেলের বয়স ১৫ বছর।শাহপরান ভূঁঞা আগামী ফ্রেবুয়ারী মাসে দেশে গিয়ে তার মেয়ের বিয়ে দেয়ার কথা ছিলো।তার মেয়ের বিয়ের সকল কিছু তিনি প্রস্তুত করেছেন বলে যানা গেছে।
দক্ষিণ আফ্রিকা পিটার্সম্যারিজবার্গ শহরে তার তিনটি দোকান ও ৮০ হাজার রেন্ডের একটি Bukiy গাড়ি সহ ব্যংক একাউন্টে সাউথ আফ্রিকান (R) তিন লাখ রেন্ড জমা আছে বলে যানা যায়।ব্যংকে থাকা রেন্ডগুলো তার দক্ষিণ আফ্রিকার বিবাহিত স্ত্রী'কে প্রদান করা হবে বলে যানা গেছে।বাদবাকি দোকান বিক্রয় করে টাকাগুলো দেশের বউ এবং ছেলে মেয়েদের জন্য পাঠিয়ে দেয়ার জোর দাবী জানিয়েছেন সেখানকার স্থানীয় বাংলাদেশ কমিউনিটির লোকজন সহ দেশের পরিবারের সকলেই।
নিহতের পিতার নাম- পেয়ার আহমেদ,মাতার নাম- ফাতেমা বেগম।ছেলের নাম- মোহাম্মেদ সোহান এবং মেয়ের নাম- সাজনীন সুলতানা সাদিয়া।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে জান্নাতুল ফেরদৌসি দান করুন।আমিন।
Comments
Post a Comment