দক্ষিণ আফ্রিকায় স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু


SAPB | JOHANNESBURG | RSA


একটি শোক সংবাদ


দক্ষিণ আফ্রিকা খাউটেং প্রভিন্স জোহানসবার্গের তেম্বাশি ছোয়াজিম নামক লোকেশনে গত ২২ জানুয়ারি ২০১৯ ইং তারিখ রোজ (মঙ্গলবার)গভীর রাত্রে আনুমানিক ১২ গঠিকার সময় মোহান্মেদ জাহাঙ্গির নামের একজন প্রবাসী বাংলাদেশি নিজ বাসায় স্ট্রোক করে ইন্তিকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন! 

মোহাম্মেদ জাহাঙ্গিরের দেশের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ মরহুমকে জান্নতবাসী করুন।আমিন।

একটা প্রবাসীর কাঁধের ওপর ভর করে কয়েকটা জীবন।স্বপ্ন সাজায় ভালো থাকার।প্রবাসী ছেলেটা হাজারো কষ্টের বিনিময়ে পরিবারের জন্য মাস শেষে টাকা পাঠায়, বসের কাছে প্রতিদিন কত কথা শুনতে হয় তা শুধু যারা প্রবাসে থাকেন তারাই জানেন।

সারা দিন কাজ করে বাসায় ফিরে কাপড় পরিষ্কার করতে হয়, রান্না করতে হয়, গোসল করে বাড়িতে ফোন দিয়ে সবার খোঁজখবর নিতে হয়- তাও হাসিমুখে।

কিন্তু বাড়ি থেকে শুনতে হয় শুধু চাহিদার কথা।এই মাসে এত লাগবে, এই খরচ ওই খরচ শুধু খরচ আর খরচ।আর সেই চাহিদার বোঝা সহ নানান দেনার কথা মাথায় নিয়ে যখন ছেলেটা ঘুমাতে যায়, তখন আর ঘুম আসে না চিন্তায়।এই ধরণের সমস্যায় ভুক্তভোগী অধিক প্রবাসী বাংলাদেশীরা।

রাত শেষ ভোর হয়।আবার কাজ শুরু সকাল ৬টা থেকে রাত ৯টা-১০টা।এভাবেই চলতে থাকে একজন প্রবাসীর গল্প।আর দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের জীবন গল্প সেতো এক খাঁচায় বন্ধী থাকা জীবন কাহিনী।

প্রবাসীরা দেশের সূর্য সন্তান।দেশের অর্থনৈতিক চাকা এরাই সচল রেখেছে।ওদের রক্ত আর ঘাম ঝরানো টাকা দিয়েই দেশ চলে।প্রবাসী জীবন বাজি রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দিনরাত ব্যস্ততাযুক্ত।আজ সেই ব্যস্ততার মাঝে থাকা একজন রেমিটেন্স যোদ্ধাকে আমরা হারালাম।অপারে ভালো থাকুন সেই প্রার্থনা করি।



Comments