ফেনী সদরের সাইফ আল মামুন বাঁচতে চায়
SAPB | JOHANNESBURG | RSA
ক্যন্সারে আক্রান্ত সাইফকে বাচাতে, সাহায্যের প্রার্থনা
স্বপ্ন ছিল পরিবার পরিজন নিয়ে নিজ ব্যবসা পরিচালনা করে স্বাছন্দে জীবন পার করার।স্ত্রী ও তিন সন্তান নিয়ে সংসার ভালোই চলছিল ফেনী সদরের সাইফ আল মামুনের।
কিন্তু হঠাৎ বাঁধ সাধে মরণব্যাধি কোলন ক্যান্সার।বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনলাইনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে লেখালেখি করা সাইফ আল মামুন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ লিখেছেন,
“শীতের কুয়াশার মত নৈঃশব্দের চাদরে ঢেকে রাখবো হতাশার পান্ডুলিপি! ভালো থেকো পৃথিবী….”
তিন বছর ধরে ক্যন্সারের সাথে লড়াই করে আজ তিনি সর্বশান্ত।ফেনী শহরে বুটিক্সের ব্যবসা করতেন কিন্তু অসুস্থ হওয়ার পরে সেই দোকান বিক্রি করে দিয়ে ও নিজের জমানো টাকা দিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।
কিন্তু অবস্থার কোন উন্নতি হয় নি বরং দিনে দিনে অবনতি ঘটছে।চিকিৎসকরা জানিয়েছেন, মামুনের সুস্থ হতে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে সেবা নেয়া প্রয়োজন।তাতে আরো প্রায় ২০ লক্ষাধিক টাকা প্রয়োজন।এই বিশাল অংকের টাকা মামুনের পক্ষে ব্যয় করা অসম্ভব।
তাই বাধ্য হয়ে মামুন মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাহায্যের প্রার্থনা করেছেন।পাশাপাশি তাঁকে বাঁচাতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।মামুনকে সাহায্য করার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : এনসিসি ব্যাংক, ফেনী শাখা, জেসমিন আক্তার,অ্যাকাউন্ট নম্বর- ০১৮-০৩১০১৩৫১২৭।বিকাশ (পার্সোনাল) নম্বর- ০১৮৩৮৫৯৮২২০। যোগাযোগ-০১৮৬৪৩৪৬৫৩৭।
দেশ বিদেশের সর্বস্তরের মানুষের প্রতি বিশেষ অনুরোধ করবো, যে যতটুকু পারেন এই অসহায় ব্যক্তিটির পাশে দাঁড়ান।
Comments
Post a Comment