সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের আর্তনাদ


SAPB | JOHANNESBURG | RSA


সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের আর্তনাদ


জোহানসবার্গ ঃ- 

দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশী ভাইদের দৃষ্টি আকর্ষন করে বলছি।আসুন আমরা সকলেই একসাথে দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের নিরাপদ ও সুন্দর বাসস্থান সহ আমাদের সকলেরই সতর্কতা ও কিভাবে আগামীর দিন গুলো সকল কে নিয়ে  ভালোভাবে টেনশন ছাড়া থাকতে পারি,এগুলো নিয়ে এক একজন এক একটি যায়গা থেকে লিখালিখি ও সকল প্রকার সমস্যার কথা সারা বিশ্বের সামনে তুলে ধরি।বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় ইদানীং অধিক প্রবাসী বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে এই বিষয়গুলোর তীব্র প্রতিবাদের ঝড়ে অংশগ্রহণ করি।এইভাবে একটা জাতি কে শেষ করে দেয়া হচ্ছে, মেরে পেলার পর বিচার বিহীনতা আর কত কাল? সকলেই মিলে এর একটি ভালো ও সুনির্দিষ্ঠ প্রতিকার আইনের পথ তৈরী করি।যেখানে শুধু থাকবে আমরা প্রবাসীদের সকল প্রকার সমস্যার সমাধান।


ফেচবুকে পুরো দিন নয়,মাত্র ১ থেকে ২ ঘন্টা সময় নিয়ে প্রবাসীদের কথা ভাবুন।প্রবাসীরা দেশের সূর্য সন্তান।আর বিশ্বে থাকা সকল প্রবাসীদের তুলনায় দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স এখন বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় থেকে প্রথম স্থানে এসে যোগ হচ্ছে।তাহলে দক্ষিণ আফ্রিকাস্থ আমরা প্রবাসী বাংলাদেশীরা এতো নির্যাতিত ও নিপীড়িত কেনো? আমরা কি সকলেই মিলে এর একটি ভালো ও সুন্দর পথ খুজে পাইনা? 


অবস্যই পাই এবং কিছু একটা করতে পারি - যদি আমরা প্রবাসীরা মিলেমিশে একসাথে দেশ ও দেশের মানুষদের নিয়ে একটু ভাবি এবং সমাধান নিয়ে চিন্তা করি, তাহলে আল্লাহতালা এর একটি সুন্দর ও সুষ্ঠ  সমাধানের পথ তৈরী করে দিবেনই ইনশাআল্লাহ।


বেঁচে থাকলে উপজেলা নির্বাচন সহ আরো অনেক নির্বাচন নিয়েই আমরা লিখালিখি ও প্রচার প্রচারণা করতে পারবো, আর যদি বেঁচেই না থাকি তাহলে কি হবে আমাদের নিজেদের আশা আখাঙ্কা আর উপজেলা নির্বাচন সহ আরো অন্যান্য সকল প্রচার প্রচারণা কিংবা প্রেম ভালোবাসা টাইমপাস দিয়ে ?আমাদের এই মহুর্তে দলমত নির্বিশেষে প্রতিবাদের সহিত শক্তিশালী ভাবে নিজেদের অবস্থান তৈরী করতে হবে।এখন আমাদের নিজেদের পায়ের নিচে মাটি নেই।আমাদের উচিৎ যে যেখানে আছি বাংলা কিংবা ইংরেজিতে লিখে সারা বিশ্বের দরবারে আমাদের প্রবাসী ভাইদের হত্যার বিচার চাওয়া।প্রতিটি প্রবাসী হত্যার বিচার আমরা চাই এবং এর বিচার করতেই হবে।কেনো এই হত্যা?


দক্ষিণ আফ্রিকায় বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দলীয়-দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ -সভাপতি (নুর হোসেন এ্যাপলো) সহ আরো হাজার হাজার নিরীহ প্রবাসী বাংলাদেশী ভাইদের হত্যার বিচার আজও হয়নি কিংবা আমরা বিচার পাইনি।তাহলে এগুলো দিনদিন এইভাবেই চলতে থাকবে? এগুলোর বিচার কি আমরা কখনোই পাবো না? সাউথ আফ্রিকা হয়েছে কি হয়েছে? বিশ্বের যে কনো দেশেই থাকুন- খুন হত্যার বিচার চাওয়ার অধিকার সকল জাতি ও নাগরিকের আছে।কিন্তু তার জন্য নিজেদের সচেতনতা ও উদ্যেগ গ্রহন করতে হবে।ঐক্যবদ্ধ থাকতে হবে।এক বাঙালি আরেক বাঙালির ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।কারণ সবসময় এই দক্ষিণ আফ্রিকার প্রশাসনই বলে থাকেন - আমরা নিজ প্রবাসীরাই এক অপরকে কিডন্যাপ,গুম,খুন-হত্যায় নিজেরাই জড়িত।যার সমাধান দিতে কিংবা মামলা প্রস্তুত করতে অনেক সময় দক্ষিণ আফ্রিকার প্রশাসনের লোকজন হিমশীম খায়।


দক্ষিণ আফ্রিকায় আমাদের প্রবাসী বাংলাদেশীদের (দোকান) ব্যবসা প্রতিষ্ঠান প্রতি বছর ভাংচুর ও অগ্নিসংযোগ সহ প্রতিদিন গুম, খুন, হত্যা সহ নানান কায়দায় হয়রানি শিকার করা হচ্ছে।আমরা প্রবাসী বাংলাদেশী - পুরো একটা জাতীকে ধংশ করে দেওয়া হচ্ছে তীলে তীলে।অথচ আজ ও এর কনো সমাধান আমরা পাইনি।এইভাবে বিনাশী করে রাস্তায় নামিয়ে দেয়া হচ্ছে পুরো একটা জাতিকে।দক্ষিণ আফ্রিকায় অবস্থিত প্রবাসীদের নিরপরাধে শাস্তি দেয়ার কনো মানে হয় না।আমরা নিজেরাই জানিনা আমাদের কেনো হত্যা করা হচ্ছে কিংবা আমাদের অপরাধ কি ছিলো?


দক্ষিণ আফ্রিকায় যে সকল প্রবাসী বাংলাদেশী ভাইদের হত্যা করা হচ্ছে- তার ভিতরে অধিক (৯৫%) বাংলাদেশীই, পরিবারের একমাত্র উপার্জনকারী।আমরা কেউ কি একটি বার চিন্তা করে দেখেছি, কে এখন নিহতের পরিবারে জোগান দিচ্ছে কিংবা নিহতের বাবা-মা'র ঔষধ খরছ থেকে শুরু করে সংসারের সকল দায়ভার খরচপাতি এবং  বউ ও ছেলে সন্তানের খরচ বহন করছে? এসবকিছু যখন নিরালায় বসে চিন্তা করবেন, ঠিক তখনি হয়তো দেখবেন দুচোখের পানি অটোমেটিক ঝড়ে পড়ছে।কিন্তু না' আর অশ্রু  নয়,এখন আমাদের কঠিন প্রতিরোধ  ও প্রতিবাদ গড়ে তুলতে হবে।এজন্যই সকলের চিন্তা চেতনাই হোক - কিভাবে প্রবাসীদের সম্পর্কে ভালো কিছু করা যায়।কিভাবে দক্ষিণ আফ্রিকায় বাঙালিদের হত্যা বন্ধ করা যায়।


দক্ষিণ আফ্রিকায় (প্রবাসী কল্যাণ সংস্থা) আরো শক্তিশালী করতে হবে এবং নিজের ঐক্যতা ও এক অপরের যোগাযোগ মাধ্যম সহ সকল প্রকার সাহায্য সহযোগীতায় এগিয়ে আসতে হবে।নিজ জাতী ও গনমানুষের উপকারের সার্থে সবাইকে সোচ্চার হয়ে মিলেমিশে কাজ করতে হবে।প্রতিহিংসা মূলক এক বাঙালি আরেক বাঙালিকে কৃষ্ণাঙ্গ হায়ার করে গুম ও খুন বন্ধ করতে হবে চিরতরে।আর নাহয় বাঙালিরা এর কঠিন পদক্ষেপ গ্রহন করতে বাদ্যকর হবে।


সকল প্রবাসীদের সুন্দর ও নিরাপদ জীবন যাপন হোক সেই প্রত্যাশা করি এবং দক্ষিণ আফ্রিকায়  যে সকল রেমিটেন্স যোদ্ধাদের মৃত্যু হয়েছে,তাদের সকলকেই যেনো আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন।আমিন।

মৃত পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের অশ্রু ও সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ আপনাদের সহায় হোন।

Comments