সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা
SAPB | JOHANNESBURG | RSA
জোহানসবার্গ :
সৌদিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা !
বাংলাদেশী যুবককে - সৌদি আরবে আনোয়ার হোসেন (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশী যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।গত ২৭ জানুয়ারি ২০১৯ ইং তারিখ (বুধবার) আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে - মরুভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সৌদি পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ৬ ফেব্রুয়ারি দেশে আসার কথাছিল আনোয়ারের।গত মঙ্গলবার রাতে স্ত্রীর মোবাইলে শেষ কথা হয়।এর পর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।
Comments
Post a Comment