দক্ষিণ আফ্রিকায় নোয়াখালি কবির হাটের ইব্রাহীম নিহত


SAPB | JOHANNESBURG | RSA


দক্ষিণ আফ্রিকায় নর্থ-ওয়েষ্ট প্রভিন্সে নোয়াখালি কবির হাটের ইব্রাহীম নিহত


                       একটি শোক সংবাদ

জোহানসবার্গ :-  দক্ষিণ আফ্রিকায় চারদিনে এই পর্যন্ত ছয়জন প্রবাসী বাংলাদেশী খুন।আবারো দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশী খুন।


দক্ষিণ আফ্রিকা নর্থ-ওয়েষ্ট প্রভিন্স ওটাসডাল নামক লোকেশনে গত ২৫ জানুয়ারি ২০১৯ ইং তারিখ (শুক্রবার) গভীর রাতে মোহাম্মদ ইব্রাহীম নামে আরো একজন প্রবাসী বাংলাদেশী পিস্তলের গুলিতে খুন হয়েছে।


ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।


মোহাম্মদ ইব্রাহীমের খুনের খবর টি আমাদের হাতে এসে পৌঁছাতে প্রায় পুরো তিন সময় লেগেছে।


সূত্রে যানা যায়, গত ২৫ জানুয়ারি ২০১৯ ইং তারিখ শুক্রবার গভীর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী (ডাকাত) দল, ইব্রাহীমের দোকানে ডাকাতি করে যাওয়ার সময় মোহাম্মদ ইব্রাহীম কে অতর্কিতভাবে গুলি করে হত্যা করে।গুলিবর্ষণ এর সাথে সাথেই ইব্রাহীম সেখানেই নিশ্বাস ত্যাগ করেন।তারপর মৃত্যু নিশ্চিত করার পর ডাকাত দল সেখানকার স্থান ত্যাগ করেন।নিহত মোহাম্মদ ইব্রাহীমের দেশের বাড়ি নোয়াখালি জেলার কবির হাট।


উল্লেখ্য- দক্ষিণ আফ্রিকায় এই নিয়ে বিগত চারদিনে ছয়জন প্রবাসী বাংলাদেশীদের খুন করা হয়েছে।বাংলার মায়ের ছেলেরা কিভাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে লাশ হয়ে শুয়ে আছেন দেখুন।মানুষের যখন এক সেকেন্ডের নিরাপদ নেই।সেখানে কি হবে নিজের অহংকার আর বাহাদুরি দিয়ে?


মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ আমাদের সকল প্রবাসী ভাইদের হেফাজত দান করুন।আল্লাহ আমাদের সকল প্রবাসী ভাইদের উপর রহমত নাযিল করুন।আল্লাহ আমাদের সকল প্রবাসী ভাইদের সঠিক বুঝদান করুন।আল্লাহ আমাদের সকল প্রবাসী ভাইদের নেক হায়াত দান করুন।যে সকল রেমিটেন্স যোদ্ধা দক্ষিণ আফ্রিকায় সহিদ হয়েছেন,তাদের সকলকেই আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন।


সাউথ আফ্রিকায় ইতিমধ্যে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হাতে অনেক প্রবাসী বাংলাদেশী খুন হয়েছে।দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী ছাড়া অন্য কনো দেশের নাগরিকদের হত্যা করা হলে ঐ দেশের রাষ্ট্রপ্রধান এবং এম্বাসির পক্ষ থেকে কড়া ও কঠোর প্রতিবাদ জানানো হয়।ফলে বাংলাদেশের তুলনায় ঐ সকল দেশের নাগরিক খুব কমই হত্যার কাণ্ডের শিকার হয়।কিন্তু আমাদের বাংলাদেশ সরকার নিজ দেশের জনগণ আমরা প্রবাসী বাংলাদেশী নাগরিকদের হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে সবসময় নিরব ভূমিকা রাখেন।যার ফলে যত দিন যাচ্ছে তত বেশি প্রবাসীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।বাংলাদেশ সরকারের উচিৎ- রাষ্ট্রীয়ভাবে এসব হত্যাগুলোর বিচার চাওয়া এবং তীব্র প্রতিবাদ করা।


হে আল্লাহ,  যে সকল প্রবাসী বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধারা দক্ষিণ আফ্রিকায় খুন হয়েছে, তাদের ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাত দান করুন এবং সকল প্রবাসীদের হেফাজতে রাখুন।


নিহতের পরিবারে থাকা সকল সদস্যদের আল্লাহ শক্তি ক্ষমতা ধারণশীল করুন।আল্লাহ তাদের উপর সহায় হোন।আল্লাহ তাদের সকল বিপদাপন্ন থেকে রক্ষা করুন।আমিন।



Comments