প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে
SAPB | JOHANNESBURG | RSA প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে প্রেম একবার এসেছিল নীরবে।স্নিগ্ধ শরতের শিশিরে ভিজে।আর তার উপর তোমার ঐ প্রেমময় চাহনি।যেন পদ্মপাতায় জমে থাকা শিশির যা সকালের রোদে চারদিকে এক অপূর্ব প্রতিফলন সৃষ্টি করে। ঠিক তেমনই তোমার ঐ চাহনি আমার মনে এক অপূর্ব ভালোবাসার রঙের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়েছিল।যার শুরু আছে কিন্তু শেষ নেই।আর অসাধারণ তোমার ঐ কন্ঠস্বর।সহস্র কণ্ঠের মাঝে তা একক আর অনন্য হয়ে ধরা পড়ে কানে।জানিয়ে দেয় তোমার উপস্থিতি।আর তোমার ভুবনভোলানো হাসি।আমি আজও তার কোন তুলনা খুঁজে পাই নি।সত্যিই আশ্চর্য তুমি। হাঁটাপথে যখন কলেজে যেতাম,এদিক ওদিক না তাকিয়েও বুঝতাম তুমি আছ।ফেরার পথেও তাই।মাঝে মাঝে তোমার অদ্ভুত পাগলামি গুলোও আমার চোখ এড়াতে পারত না।আমিও কম ছিলাম না।ইচ্ছে করেই বিপদে ফেলতাম তোমাকে।আর অদূরে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসতাম।তুমি ঠিকই বুঝতে আসল ব্যাপারটা কি।আর সবটা বুঝেই হয়তো বেশি মজা পেতে। সারাদিনের শত ব্যস্ততার মাঝে ঘটে যাওয়া এই সূক্ষ্ম ঘটনাগুলো এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত আমার মাঝে।যা আমাকে রাতে ঘুমছাড়া করে রাখত।আর তারই প্রভাব পড়তে লাগল দিনের সক...