SABD | JOHANNESBURG | RSA কেমন যাচ্ছে সাউথ আফ্রিকায় অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের জীবন? সাউথ আফ্রিকা যে সারা দুনিয়ার মাঝে অনিন্দ্য সুন্দর একটি দেশ সেটার মাঝে কোনো সন্দেহ নেই। এই দেশের রাস্তাঘাট ওয়ার্ল্ড ক্লাস। খাদ্য, চিকিৎসা, পড়াশুনা, গান বাজনা, ইত্যাদিতে এই দেশটি ইউরোপের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই বরং কোনো কোনো দিকে এগিয়ে থাকবে। শুধু একটাই সমস্যা, এখানকার আইন শৃঙ্খলা বাহিনী আমাদের অনুকুলে নেই এবং এখানকার স্থানীয় জনগনের সেন্টিমেন্ট আমাদের বিপক্ষে চলে গেছে। এদের মাঝে বিশাল একটি জনগোষ্ঠী আমাদেরকে মনে মনে ঘৃণাই করে।এদের পেপার-পত্রিকা, নিউজ, ম্যাগাজিন পড়লে বুঝা যায় এরা আমাদের বিপক্ষে কীভাবে উঠে পড়ে লেগেছে। এর পিছনে কারণও আছে। বর্তামানে এখানে আফ্রিকার নানান দেশ যেমন- নাইজেরিয়া, জিম্বাবুয়ে, মালাওয়ে, মোজাম্বিক, তানজানিয়া, বুরুন্ডি থেকে লক্ষ লক্ষ লোক এসে অবৈধভাবে বসবাস করছে এবং বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হচ্ছে। বলাবাহুল্য এরা ড্রাগ বিক্রি করছে।এর মাঝে আমাদের সাউথ এশিয়ার ইন্ডিয়ানদের বিপক্ষে এদের সেই অর্থে অভিযোগ নেই বললেই চলে। কেননা ইন্ডিয়ানরা এখানে ভালো পজিশানে আছে৷ এদেরকে নিয়ম ...