দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস পালিত
মহান বিজয় দিবসের দ্বিতীয় পর্ব বিকালে রাষ্ট্রদূত সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে দূতাবাসের কাউন্সিলর খালেদা আক্তার ম্যাডামের সঞ্চালনায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাবৃন্দ।
এসময় রাষ্ট্রদূত সাব্বির আহমেদ চৌধুরী তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩০ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বীরাঙ্গনা মা-বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এই দিনে বাংলাদেশ নামের একটি দেশের জন্ম হয়েছে।যে দেশকে আজ উন্নত দেশে পরিনত করতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আমাদের সকলকে সেই উন্নয়নে ভূমিকা রাখতে হবে। জন্ম দিতে হবে উন্নত বাংলাদেশ।
বিজয় দিবসের উপর দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও ডাঃ/ ইঞ্জিনিয়ার সহ সাউথ আফ্রিকাস্থ প্রবাসী ব্যাবসায়ী ও প্রবাসী বাংলাদেশীদের আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন,
যাদের ত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি, বঙ্গবন্ধুসহ তাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। অপর দিকে দেশ বিরোধীদের প্রতি সর্তক থাকতে হবে যেন দেশে ও প্রবাসে তারা ষড়যন্ত্র না করতে পারে।
বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রদূতের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।এর পর শ্রদ্ধা জানান দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ, দক্ষিণ আফ্রিকাস্থ মিডিয়া সাংবাদিকদের নেতৃবৃন্দ।
Comments
Post a Comment