সাউথ আফ্রিকায় পৃথক ডাকাতির ঘটনায় দুই বাংলাদেশী আহত




SABD | JOHANNESBURG | RSA



সাউথ আফ্রিকায় পৃথক ডাকাতির ঘটনায় দুই বাংলাদেশী আহত 



গত ৯ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ (সোমবার)  সাউথ আফ্রিকার লিম্পুপু প্রভিন্সে পৃথক দুটি ঘটনায়  ডাকাতের দেওয়া আগুনে পুড়ে আহত হয়েছেন একজন বাংলাদেশী এবং অপর ঘটনায় ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন অপর একজন বাংলাদেশী ব্যবসায়ী।

আগুনে পুড়ে আহত বাংলাদেশীর নাম লিমন তার বাড়ি ঢাকার বিক্রমপুরে।গুলিবিদ্ধ বাংলাদেশীর নাম রেজাউল করিম তার বাড়ি মানিকগঞ্জে।পৃথক ঘটনায় তারা আহত হলেও তারা উভয়ে একই দোকানের ব্যবসায়িক পার্টনার।

সূত্রে জানাযায়,গত ৯ ডিসেম্বর সোমরার রাতে লিম্পুপুর জেনিন লোকেশনে দোকানের দেওয়াল ভেঙ্গে ডাকাত দল দোকানে প্রবেশ করে এবং ডাকাতি করে চলে যাওয়ার সময় লিমনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঐ সময় তার পার্টনার এ্যাসাইলম এক্সটেনশন করতে প্রিটোরিয়াতে ছিল। 
অপরদিকে লিমনের পার্টনার রেজাউল প্রিটোরিয়া থেকে আসার পথে রাত হয়ে গেলে পথিমধ্যে অপর এক বাংলাদেশীর দোকানে থেকে যায়।

ভাগ্যের নির্মম পরিহাস ঐ দোকানেও রাতে ডাকাত হানা দেয় এবং ডাকাতের গুলিতে রেজাউল গুলিবিদ্ধ হয়।

আমরা সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীরা তাদের সুস্থতা কামনা করি,মহান আল্লাহ তাদের দ্রুত সুস্থতা করে তাদের পরিবারের রিজিক ও শান্তি দান করুন। আমিন!!

তথ্য:-আফ্রিকায় বাংলাদেশীদের জন্য খবর

Comments