মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকাস্থ আওয়ামী পরিবারের শোক
SABD | JOHANNESBURG | RSA
মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃতুতে দক্ষিণ আফ্রিকাস্থ আওয়ামী পরিবারের শোক
মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকাস্থ আওয়ামী পরিবারের শোক
দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি:-
মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন আর নেই। আজ ১৭ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ (মঙ্গলবার) বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাঁর মৃত্যুতে দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ সহ আফ্রিকাস্থ অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ছিলেন একজন সৎ,দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা সামরিক কর্মকর্তা। তাঁর মৃত্যুতে দেশ একজন বিশ্বস্ত সামরিক কর্মকর্তাকে হারালো। দেশ ও জাতির সেবায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তাঁর কৃতিত্ব ও অবদানের কথা এ দেশ ও জাতি শ্রদ্ধাভরে স্মরণে রাখবে।
প্রকাশিত:- বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ দক্ষিণ আফ্রিকা
Casino & Hotel Map & Floor Plans - MapyRO
ReplyDeleteFind your 천안 출장샵 way around 제천 출장샵 the casino, 경상남도 출장마사지 find where everything is located with your phone, 경주 출장안마 and find the best location. Find your way around the casino, find 목포 출장샵 your way