সাউথ আফ্রিকায় ডিসেম্বর মাসে সতর্কীকরণ ও বিশেষ করণীয়
SABD | JOHANNESBURG | RSA
সাউথ আফ্রিকায় ডিসেম্বর মাসে সতর্কীকরণ ও বিশেষ করণীয়
দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর এই ভয়াল ডিসেম্বর মাসটিতে প্রচুর মানুষ এখানে মারা যায়।মাসটি মূলত ডিসেম্বর হলেও এটা একটা বিশেষ জাতের কাছে ভাদ্রমাস।
এই ডিসেম্বর মাসের ২৫ তারিখে মহান জিসুর নামে তারা প্রার্থনা করবে বিধায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে যাবতীয় খুচরা ও পাইকারী খুন খারাবি সহ সব ধরণের চুরি চামারীতে লিপ্ত হয় পুরো ডিসেম্বর মাসে।
বলাবাহুল্য এই ডিসেম্বর মাসে এদেশী লোকগুলার চেয়েও বেশি রাহাজানি চালায় পাশ্ববর্তী দেশের ওই বিশেষ জাতের লোকেরা।
তাই আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। ডিসেম্বর মাসে টাকার পাহাড় গড়বো চিন্তায় যারা মশগুল আছেন তাদের জন্য কিছু টিপসঃ
১) সব সময় এসাইলাম/পাসপোর্ট সাথে রাখবেন। এই মাসে চেক বেশি হয়, পুলিশেরাও মানুষ।তাদেরও টাকার দরকার আছে, তারাও কিন্তু ২৫ তারিখে প্রার্থনা করবে। সো, খুব সতর্ক।
২) একটা টাইম টেবিল মেনে চলবেন। ইচ্ছামত রাতের তিনটায় দোকান বন্ধ করবেন, তা হবেনা। মনে রাখবেন জাস্ট একটা বুলেটের ব্যাপার। মাত্র একটা বুলেট আপনাকে চিরতরে দোকানের বাহিরে নিয়ে যেতে পারে।
৩) রাস্তায় একা একা ফোন হাতে নিয়ে ইমোতে ব্যাস্ত না থাকা। ইমো আপনি সারা জীবন চালাতে পারবেন। কিন্তু ভাদ্র মাসের ২৫ তারিখ উপলক্ষে একটা বিশেষ জাতের লোকেরা প্রিয়জনকে ফোন গিফট করে। ফোনটা চো মেরে নিয়ে সেই ফোনে ইমো কল আসবে বাট ইউ উইল নেভার রিসিভ দ্যট কল।
৪) ক্যাশ এন্ড ক্যারী থেকে মাল কিনে ওভারলোড গাড়ী না চালানো। ব্রো, মেট্রো পুলিশেরও জীবনের একটা চাহিদা আছে। সবাই টাকা কামাবেন আর তারা চেয়ে চেয়ে দেখবে? তাদের কি ২৫ তারিখ নাই? তাই তারাও সমানতালে মাকুলা পেলে ধরবে।
৫) অনেকে আছে ডিসেম্বর আসতেছে এই খুশিতে প্যান্টটা খুব লুস করে পরবে। একদম পড়ে যাবে যাবে ভাব। সেন্টু গ্যাঞ্জি গায়ে থাকবে আর হাতে থাকবে বোতল এবং পকেটে থাকবে ছুরি। তাই কোনোরুপ তর্কে যাওয়া যাবেনা। গেলেই ঘ্যাচাং
৬) এই মাসে নগদ টাকা নিয়ে ঘুরবেন না। পারলে টাকা ব্যাংকে রেখে কার্ড নিয়ে ঘুরবেন।
৭) দোকানে সম্ভব হলে বিশ্বস্ত সিকিউরিটি গার্ড রাখবেন। ভাদ্র মাসের ২৫ তারিখ অলাদের জীবন সহ টাকা পয়সা সব দেয়ার চাইতে তাকে দুই চার পাঁচ হাজার দেয়া ভালো।
Comments
Post a Comment