দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের কথা বলছি
SABD | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের কথা বলছি
আফ্রিকায় থাকি বলে অনেকের ধারণা আমরা বেশ ভয়ঙ্কর কোনো এক জঙ্গলে থাকি যেখানের আশপাশে রাস্তাঘাট নেই বা থাকলেও সেটা আমাদের দেশের ইট ফেলানো সলিং রাস্তার মতো ভাঙাচুরা।
এদিন তো একজন পট করে জিজ্ঞাসই করে বসলো আচ্ছা তৌমাদের ওউখানে যারা পড়াশোনা করছে তাদের কি বিশ্বব্যাপী ছাত্র হিসেবে গণ্য করা হয় নাকি হয় না?
আসোলে এখানে লোকজনের দোষ দেখিনা। আমাদের দেশের লোকজন আফ্রিকা বলতে জঙ্গল আর ডাকাতি রাহাজানি কিংবা জাহিলের দেশ মনে করে।
কিন্তু বাস্তবতা ভিন্ন। এক কথায় বলতে গেলে বলতে হয় এই সাউথ আফ্রিকা কানাডা বা নিউজিল্যাণ্ডের মতোই অসাধারণ জায়গা।
পৃথিবীর সমস্ত উন্নত দেশে যা কিছু আছে, তার সবকিছুই এখানে আছে। শুধু আইন শৃঙ্খলাটা ভালো নয়, যদি আইন শৃঙ্খলাটা ভালো হতো তবে এই দেশটি হয়ে উঠতো পৃথিবীর সেরা বাসযোগ্য দেশগুলোর একটি।
তথাপি এখানে পৃথিবীর বহুদেশের লোকেরা বাস করে। পর্তুগাল বা নেদারল্যান্ডের শ্বেতাঙ্গদের কাছে তো সাউথ আফ্রিকার নাগরিকত্বই আছে। তাদের অনেকে এখানেই বাস করে বছরের অর্ধেকটা সময়।
প্রাকৃতিক দিক থেকে সাউথ আফ্রিকা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি। এখানকার যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, স্যানিটেশন ওয়ার্ল্ড ক্লাস। শিক্ষা দিক্ষা, চিকিৎসা, খাদ্য, অন্ন সহ অন্যান্য জৈবিক চাহিদায় এরা স্বয়ংসম্পূর্ণ।
আফ্রিকার অন্যান্য দেশগুলোতেও এরা ডোনেশন করে, আফ্রিকান ইউনিয়নে রয়েছে সাউথ আফ্রিকার জোরালো ভূমিকা।
সব মিলিয়ে সাউথ আফ্রিকা দেশ হিসেবে অসাধারণ। এর পরেও যদি বলেন জঙ্গল তবে সেটা আপনার ব্যাপার।
বাহিরে বসে এদেরকে জঙ্গল বলার আগে ভাবতে হবে- সব জঙ্গল মূলত জঙ্গল নয়, কিছু জঙ্গল দেখার জন্য মানুষ লাখ টাকা খরচ করে আসে, তাও আবার ভিসা পাবে কিনা সেই চিন্তায় থাকা লাগে, আফ্রিকা ঠিক সেই ধরণেরই একটা জঙ্গল।
তথ্য: Bangladeshi in south africa
Comments
Post a Comment