দক্ষিণ আফ্রিকায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ফুললে শুভেচ্ছা
SABD | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শেরাটন হোটেলে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গণসংবর্ধনা
আজ ১০ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ (মঙ্গলবার) সন্ধা ৭:৩০ মিনিটের সময় দক্ষিণ আফ্রিকা খাউটেং প্রভিন্স প্রিটোরিয়ার শেরাটন হোটেলে বাংলাদেশ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী- জনাব শরীফ আহমেদ সহ বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আরো ৯ জন কর্মিদের বরণ করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রীসভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসাবে স্থান পাওয়া শরীফ আহমেদকে বরণ করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ।
শরীফ আহমেদ ২০১৪ সালে আওয়ামীলীগের টিকেটে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।তার আগে তিনি তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বর্তমানে তিনি জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও ফুলপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক।মরহুম বাবার উত্তরসুরী হিসাবে তিনি এলাকার মানুষের ভালবাসায় জনপ্রতিনিধি নির্বাচিত হন।
ফুলপুর-তারাকান্দা আসন থেকে ৪৭ বছরেও কেউ মন্ত্রী হতে পারেনি।এবার যোগ্য বাবার যোগ্য উত্তরসুরী বিপুল ভোটে নির্বাচিত এমপি শরীফ আহমেদকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিযুক্ত করায় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং ধন্যবাদ ও চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।
তথ্য:- বাংলাদেশ আওয়ামীলীগ ও যুবলীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটি
Comments
Post a Comment