জোহানসবার্গের এলরোডারো পার্কে প্রবাসী বাংলাদেশীকে গুলি করে হত্যা
সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী দুক্ষের সাথে আরো একটি শোক প্রকাশ করতে হচ্ছে! দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে আরো একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশীর মৃত্যু দক্ষিণ আফ্রিকা খাউটেন প্রভিন্স জোহানসবার্গের এলরোডারো পা র্ক সোয়েটো টাউনশীপ এরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আরো একজন রেমিটেন্স যোদ্ধা তরুন বাংলাদেশী নিহত। মাএ একদিনের ব্যবধানে সাউথ আফ্রিকায় ডাকাতের গুলিতে আবারও খুন হয়েছে মুহাম্মদ উজ্জ্বল নামে একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশী। দক্ষিণ আফ্রিকার খাউটেং প্রভিন্স জোহানসবার্গ এরিয়া ভিত্তিক লোকেশন সোয়েটোর এলরোডারো পার্কে গতকাল ২৭ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ রাত ৮ টার সময় এই খুনের ঘটনা ঘটে। এসময় সেখানকার স্থানীয় অন্যান্য প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের তথ্যসূত্রে জানা যায়, দোকানে রাত ৮টার সময় ৪/৫ জনের একদল সশস্ত্র ডাকাত প্রথমে উজ্জ্বলের কাছে গিয়ে একটি সিগারেট কিনতে চায়, এই সময় উজ্জ্বল সিগারেট দিতে চাইলে উজ্জ্বল কে লক্ষ্য করে ডাকাতদল সন্ত্রাসী বাহেনী এলোপাথাড়ি গুলিবর্ষণ করে এবং তাৎক্ষনিক দোকানের সামনের অংশে বাগলারে থাকা দরজা ভ...