জোহানসবার্গের এলরোডারো পার্কে প্রবাসী বাংলাদেশীকে গুলি করে হত্যা
সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী
দুক্ষের সাথে আরো একটি শোক প্রকাশ করতে হচ্ছে!
দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে আরো একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশীর মৃত্যু
দক্ষিণ আফ্রিকা খাউটেন প্রভিন্স জোহানসবার্গের এলরোডারো পার্ক সোয়েটো টাউনশীপ এরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আরো একজন রেমিটেন্স যোদ্ধা তরুন বাংলাদেশী নিহত।
মাএ একদিনের ব্যবধানে সাউথ আফ্রিকায় ডাকাতের গুলিতে আবারও খুন হয়েছে মুহাম্মদ উজ্জ্বল নামে একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশী।
দক্ষিণ আফ্রিকার খাউটেং প্রভিন্স জোহানসবার্গ এরিয়া ভিত্তিক লোকেশন সোয়েটোর এলরোডারো পার্কে গতকাল ২৭ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ রাত ৮ টার সময় এই খুনের ঘটনা ঘটে।
এসময় সেখানকার স্থানীয় অন্যান্য প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের তথ্যসূত্রে জানা যায়,
দোকানে রাত ৮টার সময় ৪/৫ জনের একদল সশস্ত্র ডাকাত প্রথমে উজ্জ্বলের কাছে গিয়ে একটি সিগারেট কিনতে চায়, এই সময় উজ্জ্বল সিগারেট দিতে চাইলে উজ্জ্বল কে লক্ষ্য করে ডাকাতদল সন্ত্রাসী বাহেনী এলোপাথাড়ি গুলিবর্ষণ করে এবং তাৎক্ষনিক দোকানের সামনের অংশে বাগলারে থাকা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে চলে যায়।উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হয়।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন!
নিহত উজ্জ্বলের দেশের বাড়ি কুমিল্লা দাউদকান্দি থানায়। সে গত ৮ মাস আগে এসএসসি পাশ করে জীবিকার সন্ধানে সাউথ আফ্রিকা আসে এবং খালাতো ভাইয়ের দোকানে চাকরিরত অবস্থায় গতকাল সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়।
এই দিকে পুলিশ ও ইমারজেন্সি সার্ভিস এম্বুলেন্স খবর পেয়ে ঘটনাস্থলে এসে উজ্জ্বল কে মৃত ঘোষনা করে এবং তার লাশ হাসপাতালে পেরন করেন।
নিহত মুহাম্মদ উজ্জ্বল এর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
উল্লেখ্য, এলরোডারো পার্কের ঐ এলাকায় গত একমাসে কমপক্ষে ৮ টি দোকান ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে।
প্রতিটি ডাকাতির সময় ডাকাতের গুলিতে আহত হয়েছে দোকানের মালিক কিংবা দোকানে থাকা কর্মচারী।ধারণা করা হচ্ছে ঐ এলাকার সুপার সপ এসপারের সহযোগিতায় একটি গ্রুপ ধারাবাহিকভাবে এই ডাকাতির ঘটনা ঘটিয়ে চলছে।সেখানকার পুলিশ বাহেনীদের পুরো তথ্য এবং সমস্যাগুলোর কথা জানানো হয়, এবং সেখানকার পুলিশ স্টেশনে রিপোর্ট টি হস্তান্তর করবে বলে পুলিশ আশ্বাস দিয়েছেন।
Comments
Post a Comment