দক্ষিণ আফ্রিকার মাটিতেই দাফন করা হয় সাইদুল এর মৃতদেহ


সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী:-


গত সপ্তাহে সাউথ আফ্রিকায় দুই জন বাংলাদেশী অপহরণ কারীর হাতে অপহৃত হওয়ার পর নির্মম ভাবে খুন হয় অপর এক দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সাইদুল ভাই।



গত ১৪ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং সাউথ আফ্রিকাতেই তাকে দাফন করা হয়। 



সাউথ আফ্রিকায় দাফন করার একমাত্র কারণ, যেহেতু তাকে অপহরণের পর হত্যা করে মৃতদেহ ফেলে রেখেছিল একটি পরিত্যক্ত খোলা জায়গায় বেশকিছু দিন,তাই তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর উপযুক্ত ছিল না।এক কথায় সাইদুল ভাই এর মৃতদেহটি প্রায় ৮০শতাংশই নষ্ট হয়ে গিয়েছিল।



তাই সাউথ আফ্রিকায় অবস্থানরত তার বড়  ভাই এবং অন্যান্য বাংলাদেশি ভাইদের সিদ্ধান্তক্রমে সাইদুল ভাইয়ের মৃতদেহটি সাউথ আফ্রিকার বুকেই দাফন করা হয়।।



উল্লেখ্য- এ হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যেই ধরা পড়েছে দুই বাংলাদেশি হত্যাকারী এবং স্থানীয় ৩ জন সাউথ আফ্রিকান কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী।

দক্ষিণ আফ্রিকাস্থ সকল প্রবাসী বাংলাদেশীদের প্রাণের দাবী, খুনিদের উপযুক্ত শাস্তি ও ন্যায় বিচার যেনো করা হয়।সকলেই ঐক্যবদ্ধ হয়ে এর একটি প্রতিবাদস্বরূপ খুনিদের হাজিরার তারিখেই কোটের সামনেই মানবন্ধন করা অত্যান্ত জরুরী।

Comments