সাইদুল ইসলাম হত্যার মুল ২ প্রধান খুনি গ্রেপ্তার
খুনি সালা উদ্দিন
ছবির লোক দুইজন'ই কুলাংগার বাংলাদেশী নাগরিক।একজনের নাম আব্দুল মাজেদ ও অপরজনের নাম সালাহ উদ্দিন।
দুইজন'ই অপহরণকারী ও খুনি।এই দুইজন'ই সাউথ আফ্রিকা প্রবাসী।ব্যবসার আড়ালে তারা চালিয়ে যান অপহরণ করে মুক্তিপন এবং খুন।এই কাজে তারা ব্যবহার করেন সাউথ আফ্রিকার পেশাদার খুনি কালো মানুষদের।
তাঁরই ধারাবাহিকতায় গত ৪ ডিসেম্বর নর্থওয়েষ্ট প্রভিন্সের ডিয়ার থেকে কম দামে সিগারেট কিনে দেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে একই এলাকার আরেক বাংলাদেশী ব্যবসায়ী সাইদুল ইসলামকে।
খুনি আব্দুল মাজেদ
অপহরণের ৬ দিন পর তার সাথে থাকা ২লাখ ৫৮ হাজার রেন্ড ছিনিয়ে নিয়ে পেশাদার খুনি দিয়ে উপর্যপরি ছুরিকাঘাত করে গলায় ফাঁস দিয়ে নির্মম ভাবে হত্যা করে সাইদুলকে।
পরে রাস্তার পাশে লাশ পেলে চলে যায়।সকাল বেলা লাশটি হাইওয়ে পেট্রোল পুলিশের নজরে আসলে পুলিশ লাশ উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে যায়।
পরে স্হানীয় বাংলাদেশীদের মাধ্যমে লাশটি সনাক্ত হওয়ার পর খুনি সালাহ উদ্দিনের চাচাতো ভাই মামুনের সহযোগিতায় পুলিশ আব্দুল মাজেদ ও সালাহ উদ্দিনকে পোর্ট এলিজাবেথের একটি কেসিনো থেকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করে।বর্তামানে তারা জেল হাজতে রয়েছে।
Comments
Post a Comment