বিশ্বের সুন্দর রানী প্রথম দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহর


বিশ্বের সুন্দর রানী প্রথম দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহর ||


সমুদ্র সৈকতের অপূর্ব সুস্ক বাতাসের সৌন্দর্যের রানী কেপটাউন এবারও বিশ্বে এক নাম্বার সৌন্দর্যের শহর হিসাবে নির্বাচিত হয়েছে।লন্ডন ভিওিক আর্ন্তজাতিক ট্রাভেল সংস্থা দ্যা টেলিগ্রাফ রির্ডাসের জরিপে কেপটাউন ষষ্ঠ বারের ন্যায় পৃথিবীর অন্যতম সুন্দরের শহর হিসাবে তার অবস্থান ধরে রেখেছে।

গত ১০ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ (সোমবার) আর্ন্তজাতিক সংবাদ সংস্থা রর্য়টাসের বরাত দিয়ে দ্যা মিরর জানিয়েছেন,

সারা বিশ্বের ৪৫ হাজার ভোট পেয়ে কেপটাউন বিশ্বে ১নং সৌন্দর্যের শহর নির্বাচিত হয়েছে।এছাড়া টপ টেন অন্যান্য গুলির মধ্যে রয়েছে, 

২নং জাপানের টকিও ৩নং কানাডার ভেনকোভার ৪নং স্পেনের সেভিলে ৫নং অস্ট্রেলিয়ার সিডনি ৬নং আমেরিকার নিউইয়র্ক ৭ নং ইটালির ভেনিসি ৮ নং ইটালির ফ্লোরেন্স ৯ নং ইটালির রোম ও ১০ নং কেলিফোরনিয়ার সান ফ্রানসিসকো।


সূত্র- ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্ট 

Comments