দক্ষিণ আফ্রিকায় আবারো প্রবাসী বাংলাদেশী খুন
সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশী তানজিল আফ্রিকান নিজ গালফ্রেন্ডের হাতে খুন।
দক্ষিণ আফ্রিকা মোসলবাই জর্জ ব্লঙ্কো নামের রেসিডেন্সি এরিয়ায় তানজিল নামের প্রবাসী বাংলাদেশী গতকাল ২৬ই ডিসেম্বর ২০১৮ ইং তারিখ রোজ বুধবার দুপুর ১:৩০ মিনিটে খুন হয়।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন!
সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকায় স্থানীয় তানজিলের কার্লাঠ গালফ্রেন্ডের সাথে কথা কাটাকাটি ও ঝগড়া ঝাটির সূত্রধরে এক প্রর্যায় কার্লাঠ মেয়েটি উত্তেজিত হয়ে ধারালো ছুরিকাঘাত এর মাধ্যমে তানজিলের ঘারের উপরে এলো-পাতাড়ি কোপ ও অতর্কিত হামলা চালায় এবং এসময় তাৎক্ষনিক সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
কিন্তু কি নিয়ে ঝগড়া বা কথা কাটাকাটি হয়েছে তা এখনো কনো কিছুই নিশ্চিত হওয়া জায় নি।বিস্তারিত জানার জন্য সাথে থাকুন।
নিহত তানজিলের দেশের বাড়ি মুন্সিগঞ্জের শিলিমপুর ইউনিয়ন ধাইরাপাড়া গ্রামে।তার পিতার নাম মৃত ইব্রাহিম বেপারী ও মাতা মমতাজ বেগম।
আল্লাহ মরহুমকে ক্ষমা করে জান্নাতবাসী করুন।আমিন।
বিদ্রঃ- দক্ষিণ আফ্রিকাস্থ প্রিয় বাংলাদেশী ভাইয়েরা, যারা আফ্রিকায় কৃষ্ণাঙ্গ মেয়েদের কে নিয়ে অবৈধ ভাবে মিলা মেশা করেন, তারা সাবধান হয়ে জান,পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।
আল্লহ আমাদের সকল কে বিপদ ও পাপ কাজের থেকে হেফাজত এবং রক্ষা করুন।আমিন!!
Comments
Post a Comment