সাইদুল ইসলামের আরো ৩ খুনি গ্রেপ্তার

সাইদুল ইসলামের হত্যাকান্ডে জড়িত আরো ৩ খুনি গ্রেপ্তার

----------------------------------------------------------------- 

সাউথ আফ্রিকায় বাংলাদেশী কর্তৃক অপহরণ ও খুন হওয়া সাইদুল ইসলামের নামাজে জানাজা ও দাফন গত শুক্রবার ডিয়ার জামে মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।

ময়না তদন্তের পর সাইদুল ইসলামের লাশ বর্তমানে ইস্টার্ন ক্যাপের গ্রাফিনেথ হাসপাতালে রয়েছে।উপর্যপরি ছুরিকাঘাত করে সাইদুলকে হত্যা করার কারণে সাইদুলের লাশ বিকৃতি হয়ে গেছে।

তাই পারিবারিক সিদ্ধান্তে সাইদুল ইসলামকে ডিয়ার সাউথ আফ্রিকায় দাফন করা হবে।এমন তথ্য নিশ্চিত করেছেন,সাইদুল ইসলামের বড় ভাই খাইরুল ইসলাম। 

এই দিকে অপহরণ ও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত ২  বাংলাদেশীর স্বীকারোক্তি অনুয়ায়ী হত্যাকান্ডে অংশ নেওয়া আরো ৩ জন পেশাদার খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আগামী সাপ্তাহে গ্রেপ্তারকৃত ২ বাংলাদেশী সহ মোট ৫ জনকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য,বিগত ৪ ডিসেম্বর নর্থওয়েস্টের ডিয়ার থেকে বাংলাদেশী নাগরিক সালাহ উদ্দীন ও আব্দুল মাজেদ মিলে সাইদুল ইসলামকে অপহরণ করে এবং পরে খুন করে। 

নিহত সাইদুলের বড় ভাই খাইরুল ইসলাম নিহত ছোট ভাই সাইদুলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Comments