দক্ষিণ আফ্রিকায় নর্থ ওয়েষ্ট প্রভিন্স প্রচেষ্ট্রম শহরে লাভলু নামের বাংলাদেশীকে গুলি করে হত্যা
SAPB | JOHANNESBURG | RSA
প্রকাশিত- সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী
তারিখ : ১৯ই মে ২০১৯ রবিবার, ৯:২০ পি এম
_____________________________________________
দক্ষিণ আফ্রিকায় নর্থ ওয়েষ্ট প্রভিন্স প্রচেষ্ট্রম শহরে লাভলু নামের বাংলাদেশীকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশীদের অতি পরিচিত ও আমাদের সকলের প্রিয়মুখ "সাখাওয়াত হোসেন লাভলু " কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
লাভলু ভাইয়ের দেশের বাড়ি চিটাগাং জেলার মিরসরাই উপজেলায়।
সেখানকার একজন স্থানীয় বাংলাদেশী ব্যবসায়ী মহসীন পলাশ জানালেন গত ১৮ই মে ২০১৯ ইং তারিখ শনিবার রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় একদল কৃষাঙ্গ তার দোকানে এসে তাকে ফলো করে গুলি করে চলে যায় এবং ঘটনার পর পরই তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
সূত্রে যানা যায় দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েষ্ট প্রভিন্সের প্রচেস্ট্রম নামক ছোট একটি শহরের ইউনিভার্সিটি এলাকায় তার অনেক গুলো ব্যবস্যা বানিজ্য ছিলো এবং তিনি যে দোকানটি পরিচালনা করতেন সেটি রাত ২ - ৩ টায় পর্যন্ত খোলা রাখতেন।
গত শনিবার রাত তিনি ১:৩০ মিনিটের সময় দোকান বন্ধ করার প্রস্তুতি নেয়ার ঠিক আগ মুহূর্তেই তাকে গুলি করা হয়, কিন্তু কেন বা কি কারনে তাকে গুলি করা হয় তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি।
সাখাওয়াত হোসেন লাভলু ব্যবসায়ীক পরিচালনার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা যুবলীগের প্রচেষ্ট্রম শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সদাহাস্যজ্বল লাভলুকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন পচেফস্ট্রুম সহ দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীরা সহ স্থানীয় অনেকেই।
শোক জানিয়েছে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ ও যুবলীগ কেন্দ্রীয় কমিটি সহ আরো অন্যান্য শাখা প্রভিন্সর নেতাকর্মিরাও।
আমরা সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীরা শোকাহত ও মর্মাহত।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুম লাভলু ভাইকে জান্নতবাসী করুন,আমিন।
আগামীকাল ২০ মে ২০১৯ ইং তারিখ (সোমবার) সকাল ১০ টার সময় দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ লেনেসিয়ার শাবেরী- চিস্তীয়ায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
যে যেখানেই আছেন মরহুম সাখাওয়াত হোসেন লাভলু ভাইয়ের জানাজায় আপনাদের সকলের অংশগ্রহণ / উপস্থিতি একান্ত কামনা করছি।
Comments
Post a Comment