রমাদানে এই পাঁচটি জিনিস আমরা বেশি বেশি চর্চা করতে পারি


SAPB | JOHANNESBURG | RSA



রমাদানে এই পাঁচটি জিনিস আমরা বেশি বেশি চর্চা করতে পারি


জনৈক আলেম বলেন-


অন্তরের সুস্থতা এ পাঁচটি জিনিসের মধ্যে রয়েছেঃ


১) গভীর মনোযোগ সহকারে কুর'আন পাঠ করা। 


২)পেট খালি রাখা অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ত্যাগ করা, নূন্যতম পরিমান খাওয়া।যতটুকু না হলেই নয় ততটুকু পরিমান খাওয়া।


৩) রাতের সালাতে দাঁড়ানো।সবাই যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন আপনি আল্লাহর ভয় এবং ভালোবাসায় সালাতে দাঁড়িয়ে গেলেন।কেউ দেখছে না,কেউ জানছে না।কেবল আপনি আর আপনার রব ছাড়া।

এ এক মধুর ভালোবাসা,গোলামের সাথে তার মালিকের।


৪) ভোরবেলায় আন্তরিক দু'আ এবং ইস্তিগফার করা। কুর'আন এবং হাদিসে ফযরের পূর্বের ইস্তিগফারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।ফযরের আজানের আযানের দশ -পনের মিনিট পূর্বে আমরা দু'আ ও ইস্তিগফার করতে পারি।


৫) নেককারদের সোহবতে সময় কাটানো।যারা ঈমান আমলে আমাদের চাইতে অগ্রগামী।প্রতিদিন কিছু সময় আমাদের উচিত নিজের ঈমানকে তাজা করতে নেককারদের সাথে কিছু সময় কাটানো।

Comments