দক্ষিণ আফ্রিকায় জাতীয় নির্বাচনের ফলাফল
SAPB | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকায় জাতীয় নির্বাচনের ফলাফল
সবশেষ আপডেটঃ সাউথ আফ্রিকা নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত ৬০ ভাগ ভোট গণনা শেষ হয়েছে।
এতে প্রাপ্ত ফলাফলে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কনগ্রেস (এএনসি) (ANC) ৫৪ লাখের বেশি ভোট পেয়ে প্রথম স্থানে অবস্থান করছেন।এক কথায় বিজয়ের স্থানেই অবস্থানরত রয়েছেন বলে জানা গেছে।
২০ লাখের বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক এলায়েন্স (ডিএ) (DA) এখনো কমপ্লিট রেজাল্ট দেয়া হয় নি।
৯ লাখের বেশি ভোট পেয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন ইকোনমিক ফ্রিডম ফাইটার (ইএফএফ) (EFF)
আগামীকালের মধ্যে বাকী ৪০ ভাগের গণনা শেষ হবে।পুর্নাঙ্গ ফলাফল ঘোষণা হবে আগামী শনিবার।
Comments
Post a Comment