দক্ষিণ আফ্রিকায় কুমিল্লা লাঙ্গলকোর্টের শাহজাহান গুলিতে নিহত
SABP | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকায় কুমিল্লা লাঙ্গলকোর্টের শাহজাহান গুলিতে নিহত
জোহানেসবার্গঃ দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ নামক শহরে গত ৭ই মে ২০১৯ ইং তারিখ সকাল ১০টায় মোঃ শাহজাহান নামে একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
আমাদের পোর্ট এলিজাবেথ প্রতিনিধি জানান সকালে কাস্টমার সেজে এক আফ্রিকান মোঃ শাহজাহানের দোকানে "পাই" কিনতে আসে, এ সময় মোঃ শাহজাহান দোকান থেকে বাহিরে বের হচ্ছিলেন। সে সময় ঐ আফ্রিকান পিছন থেকে মোঃ শাহজাহানের মাথায় ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
মূমূর্ষ অবস্থায় মোঃ শাহজাহানকে মার্কেনটাইল হাসতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হলে।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
(ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)
মোঃ শাহজাহানের বুকে ও মাথায় তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।মরহুমের দেশের বাড়ি কুমিল্লা লাঙ্গল কোর্ট।
প্রাথমিক ভবে ধারণা করা হচ্ছে চোরা মালের ক্রয় বিক্রয় নিয়ে বনিবনা না হওয়ায় এমন অনাকাঙ্খীত ঘটনা ঘটেছে কিংবা সম্ভাবনা রয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।আমিন!
Comments
Post a Comment