হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি


SAPB | JOHANNESBURG | RSA


হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি 


হাফেজি পড়া একজন অসুস্থ ছোট বোনকে বাঁচাতে সাহায্য চেয়েছেন বড় বোন (হাফেজা) তানিয়া আক্তার তন্নী নামের একটি মেয়ে।যে খবরটি সোসাল মিডিয়ায় থেকে শুরু করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।সাহায্য চাওয়া নিয়ে তন্নীর সেই রিপোর্ট টি পুরোপুরি তুলে ধরা হলো।

 

আসসালামু আলাইকুম। 


আমার নাম হাফেজা তানিয়া আক্তার তন্নী।আমরা দুই বোন।আমাদের বাড়ি কুমিল্লা।আমাদের আব্বু আম্মু বেঁচে নাই।আমার ছোটবোন হাফেজি পরে ২৬ পারায়।


আজ পর্যন্ত কারো কাছে কিছু চাইনি।আজ আপনাদের কাছে না চেয়েও পারছি না।আমার ছোট বোনের হার্টের একটি ভাল্প নষ্ট হয়ে গেছে।


ডাক্তার বলছেন জরুরী অপারেশন করাতে না পারলে ওকে বাঁচানো যাবে না।অনেক টাকার দরকার।আমরা এতিম আমাদের সামর্থ্য নাই যে এতো টাকা দিয়ে অপারেশন করানোর।



তাই সন্মানিত মোহতারাম আপনাদের সবার কাছে সাহায্যের জন্য আবেদন করছি।আপনারা সবাই যদি একটু সাহায্য করেন আমার বোনটির অপারেশন করাতে পারবো ও আবার মাদ্রাসায় যেতে পারবে। 


এই এতিমের উপরে সবাই একটু দয়া করেন।আমাদের কেউ নাই।আমার বোনটি মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে হাসপাতালে।যারা আল্লাহর কুরআন কে ভালোবাসেন দ্বিনকে ভালোবাসেন তারা একটু দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন।


আপনাদের যার যা সামর্থ্য হয় সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করুন।সবার কাছে আকুতি করে বলছি একটু সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছি।দয়াকরে সবাই সবার সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য করুন।এই এতিমদের দিকে একটু দয়া করুন।


আমাদের বাড়ির ঠিকানাঃ 

জেলা-কুমিল্লা

থানাঃ মুরাদনগর

গ্রাম-জগৎপুর

পোস্ট-জগৎপুর বাজার

পিতা- মৃত শাজাহান হুজুর

হাসপাতালের ঠিকানা- কুমিল্লা শিশু হাসপাতাল।৪র্থ তলায় ২১নাম্বার বেড।ফেরদৌসী নামে ভর্তি আছে। 


আমাদের পারশোনাল বিকাশ নাম্বার- 01755910726


আপনার শেয়ার করার কারনে হয়তো অনেক বড় দানশীল ব্যক্তির সন্ধান পাওয়া যেতে পারে।অনুগ্রহ করে একটু শেয়ার করুন।


ইতি-  হাফেজা তানিয়া আক্তার তন্নী।

Comments

Popular posts from this blog

প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে

প্রবাসীরা দেশের সূ্র্য সন্তান | প্রবাস জীবন ও কষ্টের প্রতিচ্ছবি |