দক্ষিণ আফ্রিকায় নিরীহ-নিপীড়িত প্রবাসী বাংলাদেশীরা- নেই কারো কনো উদ্যোগ
SAPB | JOHANNESBURG | RSA প্রকাশিত : সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী তারিখ : ২০ মে ২০১৯ সোমবার,১০:২০ পিএম =================================== দক্ষিণ আফ্রিকায় নিরীহ-নিপীড়িত প্রবাসী বাংলাদেশীরা- নেই কারো কনো উদ্যোগ _________________________________________ সাউথ আফ্রিকায় চলতি বছরের জানুয়ারি থেকে গত ১৮ই মে ২০১৯ ইং তারিখ পর্যন্ত চুরি ডাকাতি সহ বিভিন্ন ঘটনায় খুন হয়েছে ৩৬ জন বাংলাদেশী নাগরিক। ২০১৮ সালে খুন হয়েছে ১৫৬ জন বাংলাদেশী নাগরিক।এই সব খুনের ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে ভিকটিমদের পক্ষ থেকে একটি মামালও দায়ের হয়নি।কিন্তু কেনো, তা অজানা! এই পর্যন্ত যে সব মামলা সংশ্লিষ্ট থানায় দায়ের হয়েছে তাহলো ইউ ডি (আন নেছারেল ডেইথ)।যা সরকারি ভাবে পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়েছে। হরহামেশা বাংলাদেশী নাগরিক খুনের শিকার হয়ে আসলেও এই ব্যাপারে বাংলাদেশ এ্যাম্বাসী,বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের কোন উদ্বেগ উৎকন্ঠা লক্ষ্য করা যায়নি। জোহানেসবার্গ কেন্দ্রীক বিভিন্ন বাংলাদেশী সংগঠন গজিয়ে উঠলেও এই ব্যাপারে কারো কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আদোও লক্ষ্য করা যাচ্ছেনা। যেমন সোমালিয়ান,ইউথোপিয়ান,...