দক্ষিণ আফ্রিকায় বর্তমানে যে সকল সমস্যা
SAPB | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকায় বর্তমানে যে সকল সমস্যা
বাংলা টাকা ৬–৭ লাখ খরচ করে সাউথ আফ্রিকায় আসার পরেও হাজার সমস্যার সম্মুখীন হতে হয়।
১. কাগজের জন্য সাপ্তাহর পর সাপ্তাহ যাওয়ার পরেও কাগজ হয় না।
২. কাগজ পাওয়ার পরেও এসক্রারা, যেই কাগজের জন্য কোটি টাকার সমস্যার সম্মুখীন হতে হয়।১ মাস পর পর আবার এক্সটেনশন করতে হয়।
৩. সাউথ আফ্রিকার রাস্তায় ঘটে যেতে পারে আপনার শেষ নিশ্বাস।
৪. চাকুরি করে ২৪ ঘন্টা আতংকে থাকতে হয়, ক্যাশে বসে চোর পাহাড়া দেওয়া লাগে।
৫. লোকেশনে জেলখানার মত ৪ শিখে দিন পর মাস হয়ে বছর শেষ হয়ে গেলেও আকাশ দেখা হয় না।
৬. চোর ডাকাতের ভয়ে রাতে একজন ঘুমায় অন্য জন পাহাড়া দেয় না বুঝি কেউ টিন কেটে দেয়াল ভেজ্ঞে ভেতরে ডুকে যায়।
৭. কিডনাফ এখানে জাতীয় সমস্যাও বলা যায়, নিজের দোকান এবং রাস্তাঘাট থেকেও মিনিটেই আপনাকে কিডনাফ করবে।আর যখন জানা যায় এইসব কিডনাফের সাথে বাজ্ঞালী জড়িত তখন বিচার দেওয়ার ভাষা থমকে যায়।
৮. দোকানের জন্য ক্রয়কৃত মাল রোডের মাঝখানে গাড়ির ভিতরে রেখে চোখের ইশারাই গাড়ির জানালা ভেজ্ঞে মাল নিয়ে যাওয়া নতুন নয়।
৯. কাস্টমারের সাথে কথা কাটাকাটি নিয়ে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে দিনের পর দিন।
১০. সারাদিন গাদার মত খেটে দোকান বন্ধ করে গরু ছাগলের মত ঘুমাতে হয় দোকানের পিছনে।
১১. প্রতিদিন কোথাওনা কোথাও ২ একটা নিরীহ প্রবাসী বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে যার কনো বিচার নেই দেখার ও কেউ নেই।
Comments
Post a Comment