দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ফের চালু হচ্ছে রিফিউজি সেন্টার
SAPB | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ফের চালু হচ্ছে রিফিউজি সেন্টার
জোহানেসবার্গ থেকে:- দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের মায়ল্যান্ডে নতুন আবেদন কারীদের জন্য রেফিউজি রিসেপশন সেন্টার ( হোম এফেয়ার্স) খোলার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রনালয় ।
লিগ্যাল রিসোর্স সেন্টারের (এলআরসি) অগ্রগতির একটি রিপোর্টের মাধ্যমে , হোম এফেয়ার্স জানায়, মৈতল্যান্ডে ভূমি জনকল্যাণ বিভাগ ইতিমধ্যে জায়গা নির্ধারণ করেছেন।সব ঠিক-ঠাক থাকলে চলতি বছরের জুন মাসের প্রথম দিকেই এর যাত্রা শুরু হবে।
উল্লেখ্য,২০১২ সালে কেপ টাউন রেফিউজি রিসেপশন অফিসে নতুন আবেদনকারীদের অবেদনের প্রক্রিয়ার সেবাটি বন্ধ করে দেয় হোম এফেয়ার্স কতৃপক্ষ।
পরবর্তীতে একই বছরের আগস্ট মাসের ৩০ তারিখে ওয়েস্টার্ন কেপ হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে পুনঃরায় নতুন আবেদীনকারীদের সেবা প্রদানের জন্য কেপ টাউন হোম এফেয়ার্স'কে আদেশ দেয়া হয়।
এই আদেশের ধারাবাহিকতায় চলতি বছর ২০১৯ এর জুনে নতুন আবেদনকারী রিফিউজিদের জন্য বন্ধ হওয়া সেবাটি চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা রিফিউজি হোম এফেয়ার্স কতৃপক্ষ।
Comments
Post a Comment