দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের লিসোথুর ভুয়া পারমিট লাগিয়ে দেশে পাঠিয়ে হয়রানির শিকার
SABD | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের লিসোথুর ভুয়া পারমিট লাগিয়ে দেশে পাঠিয়ে হয়রানির শিকার
Bangladeshi in south africa
একটা বেশ গুরুত্বপূর্ণ হিসাব দিচ্ছি। ধরুন নতুন পার্মিটের একটা লাইন বের করলাম আমি। পার্মিটের নাম রিলেটিভ পার্মিট।
পার্মিট দিয়ে দেশে যাবেন এবং আসবেন। আপনার ট্রাভেল হবে জোহানেসবার্গ টু অষ্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া টু ডুবাই, ডুবাই টু ঢাকা। আবার ফেরার সময় ঢাকা টু ডুবাই, ডুবাই টু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া টু জোহানেসবার্গ।
আপনার আসা যাওয়ার সমস্ত ইমিগ্রেশন খরচ আমার, পার্মিট সহ সব মিলিয়ে খরচ পড়বে সাউথ আফ্রিকার ৫৫ হাজার র্যাণ্ড!
ধরুন পাবলিকের টাকার সাথে সর্বপ্রথম নিজে আরও কিছু ইনভেস্ট করে দুইজন পাঠালাম। আমি শিউর এরা ফিরে আসার পরে আমার এই ব্যবসা সাউথ আফ্রিকার সেরা ব্যবসা হয়ে যাবে।
আমার কাছে এই রকম ৫৫ হাজার র্যাণ্ড নিয়ে আরও অন্তত ২০০ লোক এসে বলবে ভাই এই অগ্রীম টাকা, আমার পার্মিট দেন আমি দেশে যাবো।
এর পরে আমি চাইলে সবার টাকা নিয়ে গোপনে চলে গেলাম অন্য কোথাও, এই ফাঁকে কিছু লোক দেশে গিয়ে আটকে গেলো, কিছু ফেরার সময় জেলে ঢুকে গেলো আর কিছু লোক আমার মা মাসি ধরে গালি দিলো।
ঘটনা এখানেই শেষ, এসব গালিতে আমার কিছুই হলোনা কারণ আমি তখন বিলিয়ন র্যাণ্ডের মালিক!
ঠিক এই ঘটনাটাই ঘটছে যারা লিসোথো হয়ে দেশে যাচ্ছে তাদের বেলায়। কিছু লোক একটা ফাঁদ তৈরি করেছে, আর সেই ফাঁদে আটকে গেছে এক হাজারেরও বেশি যাত্রী।
হিসাব করে দেখেছি লিসোথোর পথে জনপ্রতি এক লক্ষ র্যাণ্ড করে হাতিয়ে নিচ্ছে দালালেরা কিন্তু বেশিরভাগই লক্ষ র্যাণ্ড মাইর খেয়ে আবার নতুন লোকের মতো বর্ডার জাম্প করে আসছে!!
তাহলে এখানে ওই একই দালালের ডবল লাভ। প্রথম পেলো লক্ষ র্যাণ্ড, পরে পেলো সাড়ে ছয় লাখ টাকা। এখানে অনেকেই দালালদের গালি দিবেন আমি জানি।
কিন্তু আমরা সেই দালালদের গালি গালাজ করার পক্ষপাতী না। কারণ দালালের কাজই দালালী করা। সে তার আপন মা-বোনের সাথেও দালালী করবে। তারা এমনই।
কিন্তু জেনেশুনে প্রথম ভুলটাতো আমাদেরই, আমরা কেন দালালকে ফেরেশতা ভেবে এসব অজানা উদ্ভুত পথে তাদের কাছে ধর্না দিই?দক্ষিণ আফ্রিকায় পারমিট এখন হচ্ছেনা এটা সম্পুর্ন ভুল ধারণা।
দক্ষিণ আফ্রিকায় আরো এক বছর আগে থেকে ওয়াইবারের মাধ্যমে পারমিট আবেদনের জন্য সরকার সুযোগ সুবিধে দিয়েছে।আমরা সঠিক পথে না গিয়ে উল্টো পথে যাওয়ার কি কারণ?দক্ষিণ আফ্রিকার পাশের দেশ লিসোথুর ভুয়া পারমিট লাগিয়ে এতো রিক্স নিয়ে দেশে যাওয়ার মানে কি?
দক্ষিণ আফ্রিকা থেকে বর্তমানে এসালমের মাধ্যমে ওয়াইবার জমা দিতে হয়, যদিও ওয়াইবার আসতে দুই চার মাস সময় লাগে, কিন্তু ওয়াইবার ঠিকই আসছে, ওয়াইবার আসার পর সেই ওয়াইবার দিয়ে পুনরায় ফাইল তৈরী করে পারমিট (ভিসার) জন্য জমা দিতে হয়, আর সেই ভিসা আসতে সময় নেয় ঠিক একইভাবে দুই চার মাস।সুতরাং এতো তাড়াহুড়ো না করে সঠিকভাবে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন।
তাই আসুন আগে নিজেদের আত্ম সমালোচনা করি। এই পথটি এখন রিস্কি, এদিক দিয়ে দেশে গিয়ে আটকে গেছে বহু লোক, তাই এখন যারা এই পথ দিয়ে যাবার চিন্তা করছে তাদের প্রতি আমাদের অনুরোধ- দেখুন টাকা আপনার, আপনি গেলে নিষেধ করার অধিকার আমাদের নাই। শুধু বলবো উপরের বিষয়টি মাথায় রাখবেন।ধন্যবাদ!
Comments
Post a Comment