দ.আফ্রিকায় ফেনীর সুমন সন্ত্রাসীদের গুলিতে নিহত।




দক্ষিণ আফ্রিকায় ফেনীর সুমন সন্ত্রাসীদের গুলিতে নিহত।


সাউথ আফ্রিকা  রেমিট্যান্স  যোদ্ধা খুন!

লাশের সারিতে যোগ হল হতভাগা  রেমিট্যান্স যোদ্ধা (সুমন)আবারো খুন সাউথ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশী একজন ব্যবসায়ী।সাউথ আফ্রিকায় লাশের সারিতে যোগ হলো আরো একটি নাম।ভেঙ্গে চুরমার হয়ে গেলো একটি পরিবারের সপ্ন।  


ফেনী জেলার নতুন বাজার পূর্ব গোবিন্দ পুরের সন্তান দক্ষিন আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের কুমালাঙ্গা টাউনে বসবাসকারী ও একজন ব্যবসায়ী মো: সুমন আজ ১৯ অক্টোবর ২০১৯ ইং তারিখ (শনিবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। 


ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন...   

সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীরা শোকাহত ও মর্মাহত।আমরা প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে নিহত সুমনের  আত্মার মাগফিরাত কামনা করছি এবং  শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা  জ্ঞাপন করছি।


বিস্তারিত আসিতেছি  কি কারণে  সুমন  ভাই খুন হলো।পরবর্তী পোষ্ট আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।।  

আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আমিন!!

Comments