শিশু ধর্ষণে সবাইকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে
SAPB | JHB | RSA
-------------------------------------------
বাংলাদেশে শিশু ধর্ষণে সবাইকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে
-----------------------------------------------------
নেত্রকোনায় একজন আলেম সেও ধর্ষক।ফেনীতে মাদ্রাসার শিক্ষক সেও একজন ভয়ংকর রুপি ধর্ষক। স্কুলের শিক্ষক তাও আবার সে একজন ধর্ষক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই যদি ধর্ষকের এমন বেহাল অবস্থা হয় তাহলে দেশের ভবিষ্যৎ আজ কোথায়?
সমাজে বখাটে ছেলেদের উত্তাপে যে সকল অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটিও দেশের ভবিষ্যৎ বাণী চিরন্তন অন্ধকার।সমাজে চোখে পড়ার মত সকল অপরাধ যদি সামনেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে না উঠানো যায় তাহলে আগামী প্রজন্মের জন্য খুব ভয়াবহ দিন অপেক্ষা করছে।
এই সমাজের মানুষদের কাছে আমাদের প্রশ্ন ? বলতে পারেন নারীরা কোথায় নিরাপদ ? জানি এর উওর আপনাদের কাছে নেই। উত্তর দিতেও পারবেন না।
কারন ঐ ধর্ষণকারীদের কে আপনারাই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।যে মেয়েরা বাইরে বের হলে সে খারাপ হয়ে যায়।বোরকা না পড়লেই মেয়েরা খারাপ হয়ে যায়। নারীদের নানান সমস্যার কথায় তুলে ধরা নিয়ে দিনরাত ব্যস্ত সমাজের কিছু মানুষ।
আর এই নিঃস্পাপ শিশু গুলোর কি অপরাধ ছিলো? জানি এরও কোন উত্তর নাই আপনাদের কাছে।একটা মেয়ে যে ভাবেই কাপড় পড়ুক, বাইরে বের হউক, কিন্তু কাউকে এই লাইসেন্স দেয়নি তাকে ধর্ষণ করার।এটি কেমন সমাজ!
কই কাউকে তো এই শিশু ধর্ষণ নিয়ে বড় বড় লেকচার দিতে দেখা যায় না। আমরা যদি শুধু একান্ত কাপড় বোরকা নিয়েই গবেষণায় পড়ে থাকি তাহলে এই শিশুদের সমস্যা সমাধানের উপায় কিংবা পথ বের হব?
আমরা কোন সমাজে বসবাস করছি? আমাদের বিবেক আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?কেনো দিন দিন এমন অপরাধ সমাজে বৃদ্ধি পাচ্ছে? কোথায় এর মূল সমস্যা? এইসব কিছু আমাদেরই খুজতে হবে। প্রতিটি ক্ষেত্রেই এই সকল অপরাধে যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে।
দিনদিন নারীরা অনিরাপদ হয়ে পড়ছে, নারীদেরকে বাঁচাতে আমাদের সমাজের সকল কে দায়িত্ব নিতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, কারণ আজ কোথাও নিরাপদে নেই কন্যা শিশুরা।
এদের প্রকাশ্যে ফাঁসি দাবি করছি, অথবা ইসলামী আইনে পাথর নিক্ষেপ করে মেরেফেলার দাবী জানাই। কোনোভাবে ধর্ষকদের লেলিয়ে কিংবা সমাজে খারাপ কাজ করানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের চাড় দেয়া যাবে না।যারা তাদের অন্যায় অবিচার ধারা পরিচালিত কিংবা লালিত করবে তাদেরও আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে।
আসুন আমরা সকলেই একসাথে অনলাইনে সকল প্রকার শিশু ধর্ষণ ও ধর্ষকদের অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দাড়াই, দেশ ও জাতিকে এই কলঙ্ক থেকে মুক্ত করি।সকলেই সোচ্চার হলে এটি রুখা সম্ভব।
Comments
Post a Comment