দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত






SAPB | JHB | RSA
 



দক্ষিণ আফ্রিকার দলীয় কার্যালয়ে
আওয়ামী লীগের  ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আজ ২৩ জুন ২০১৯ ইং তারিখ (রবিবার) বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রবাসে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়গুলোতেও নানা কর্মসূচি পালন করা হয়।


দক্ষিণ আফ্রিকা খাউটেং প্রভিন্স জোহানেসবার্গ শহরের ব্রি এন্ড স্মল স্টীট দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পালিত হয়  আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। 


বাংলার গৌরবের অবিযাত্রায় ৭০ বছর স্লোগান নিয়ে র‍্যালি, বাংলাদেশের আনাচে-কানাচেতে বিভিন্ন মহানগরে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।


স্বদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দলীয় নেতাকর্মী সহ দেশের অন্যান্য জেলা শহরের নেতাকর্মীরা।





প্রবাসের মাটিতেও শত ব্যস্ততার মাঝে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি পেচিয়ে কিংবা অলসতায় নেই বঙ্গবন্ধুর ন্যায় ও আদর্শের চেতনার বীর বাঙালি ভাইয়েরা।

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৩ জুন ২০১৯ ইং তারিখ (রোববার) বিকেল ৩: ৩০ মিনিটের সময় দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,আব্দুল আউয়াল সোহেলের কোরআন তেলোয়াত ও মো: ইব্রাহিম সোহাগের সঞ্চালনায়, বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তানসানের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করা হয়।

কর্মসূচি উদ্বোধনকালে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ দক্ষিণ আফ্রিকাস্থ অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী সহ মিডিয়া এক্সপ্রেস ও বাংলা প্রেস-ক্লাবের প্রতিনিধিগন।

আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ও বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে  অনুষ্ঠানের সমাপ্তি ঘটা হয়।




আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার সময়টাতে উপস্থিতি সকলের উচ্ছাস ছিল বাঁধ ভাংগা জোয়ারের ন্যায়।এক টুকরো মায়াভরা বিদেশেই যেনো নিজ স্বদেশ। 

বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস ও গৌরবের অভিযাত্রায় ৭০ বছর।মহান স্বাধীনতায় নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।পৃথিবীর বুকে বাংলাদেশ নামক মানচিত্র অংকন কারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।

মহান স্বাধীনতা সহ বাংলার অধিকার আদায়ের নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামীলীগ।যে সংগঠনটি পৃথিবীর বুকে বাংলাদেশের সার্বভৌমত্ব রচনা করেছে।

শুভ জন্মদিন বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের আওয়ামী লীগ।শুভ কামনা রইলো।




Comments