দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি


SAPB | JHB | RSA

south africa news report


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি




আগামী ২৩ জুন বাাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও অর্জনে গৌরভময় পথ চলার ৭০'তম প্রতিষ্ঠাবার্ষীকী।

বাংলাদেশ আওয়ামিলীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই দিনটি পালনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

 গৌরভের সমৃদ্ধির উন্নয়নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী ২৩শে জুন ২০১৯ ইং তারিখ (রবিবার) বেলা ৩ঘটিকায় দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে, দলের কেন্দ্রীয় কার্যালয় স্মলস্ট্রীটের ২য় তলায় এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় দক্ষিণ আফ্রিকাস্থ আওয়ামী পরিবারের সকল নেতা কর্মিদের যথা সময়ে উপস্হিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।



   অনুরোধার্থেঃ

ডাঃ লুৎফুর রহমান রুপন।

________সভাপতি

আব্দুল আউয়াল তানসেন।

_______সাধারণ সম্পাদক


বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটি।স্মল স্ট্রীট-জোহানেসবার্গ।


 

Comments