মোজাম্বিক প্রবাসী ব্যবসায়ী আরিফুল হক মুসা হৃদরোগে মারা গেছেন


SAPB | JOHANNESBURG | RSA


মোজাম্বিক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী আরিফুল হক মুসা হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন


গত ৪ এপ্রিল ২০১৯ ইং তারিখ রোজ (বৃহঃবার ) আনুমানিক রাত নয়টার দিকে মোজাম্বিক প্রবাসী ব্যবসায়ী আরিফুল হক মুসা হৃদরোগে মারা গেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।


তিনি আফ্রিকার দেশ মোজাম্বিক জামবেজিয়া প্রভিন্স মুরুমবালা ডিসট্রিক থেকে নিজ দোকানের মালামাল ক্রয় করার জন্য কিলিমান শহরে আসেন। রাতে তার এক বন্ধুর বাসায় ডিনার খাওয়ার পর মাটিতে লুটে পড়েন।পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


আরিফুল হক মুসা গত ৫ বছর যাবত মোজাম্বিকে ব্যবসা বানিজ্য করে আসছিলেন।


তার দেশের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে। 


হে আল্লাহ আপনি মরহুমের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন,আমীন।সুম্মা আমীন। 



Comments