দক্ষিণ আফ্রিকায় নরসিংদীর অনিক কে পুড়িয়ে হত্যা
SAPB | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবককে পুড়িয়ে হত্যা
সাউথ আফ্রিকায় নরসিংদীর পলাশ উপজেলার অনিক (২২) নামে এক যুবকের শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।
নিহত অনিক পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগদী গ্রামের কুড়াইতলী এলাকার অহেদ আলীর ছেলে।
অনিকের স্বজনরা জানায়, অনিক চার মাস আগে কাজ করার উদ্দেশ্যে সাউথ আফ্রিকায় আসেন। এখানে আসার পর জোহানসবার্গের স্প্রিংস নামক শহরের পাশবর্তী লোকেশন ডেবন শহরে প্রতিদিন আসা-যাওয়া করে একটি শপিংমলে কাজ করতো। গত ১২ এপ্রিল শুক্রবার শপিংমলে কাজ শেষে বাসায় ফেরার পথে সেখাকার স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা অনিককে ধরে নিয়ে যায়।
এদিকে সাউথ আফ্রিকায় তার আপন বড় ভাই ইউসুফ তার পাশের একটি এলাকায় কাজ করতেন। অনিককে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তার ভাই ইউসুফ ও অন্য সহকর্মীরা অনিককে খুঁজতে থাকে। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সে সেখানকার পুলিশের কাছে ভাই নিখোঁজের অভিযোগ করেন ইউসুফ।
বিষয়টি নিশ্চিত করেন অনিকের বাবা অহেদ আলী। তিনি জানান, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনিকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সাউথ আফ্রিকান গুচি নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
মরহুমেত বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুমকে জান্নাত দান করুন।
Comments
Post a Comment