মোজাম্বিকে ডাকাতের গুলিতে বাংলাদেশী আহত


SAPB | JOHANNESBURG | RSA


মোজাম্বিকে ডাকাতের গুলিতে বাংলাদেশী আহত


মহা-আফ্রিকার দেশ মোজাম্বিকে ডাকাতের গুলিতে ফজলুল কবির শিকদার নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। 


গত ১৫ই এপ্রিল ২০১৯ ইং তারিখ (সোমবার) বিকেল ৫ টার দিকে দেশটির মকুবা শহরে তিনি গুলিবিদ্ধ হোন।শরীরের ঠিক বুকের বামপাশে  তিনি গুলিবিদ্ধ হোন।  


আহত ফজলুল কবির শিকদারকে আশংকাজনক আবস্থায় তাকে সেখানকার মকুবা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


তার দেশের বাড়ি বাশখালী উপজেলায়।আহত ফজলুল কবির শিকদার সকলের কাছে দোয়া চেয়েছেন।মহান আল্লাহ তিনাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন!


Comments